ঢাকা চেম্বারের নতুন সভাপতি হলেন রিজওয়ান রাহমান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক : ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইটিবিএল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান রাহমান। এছাড়া এন কে এ মবিন ঊর্ধ্বতন সহসভাপতি ও মনোয়ার হোসেন সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) অনলাইন মাধ্যমে ডিসিসিআইয়ের ৫৯তম বার্ষিক সাধারণ সভায় ২০২১ সালের জন্য রিজওয়ান রাহমানের নেতৃত্ব নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত করা হয়। ঢাকা চেম্বারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ডিসিসিআইয়ের নবনির্বাচিত পরিচালকেরা হলেন- গোলাম জিলানী, হোসেন এ সিকদার, খাইরুল মজিদ মাহমুদ, এম এ রশিদ শাহ্ ও নাসিরউদ্দিন এ ফেরদৌস। ঢাকা চেম্বারের নবনির্বাচিত সভাপতি রিজওয়ান রাহমান ব্যবসায়িক জীবনে ইটিবিএল হোল্ডিংসের বিভিন্ন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইটিবিএল হোল্ডিংস আর্থিক খাত, ড্রেজিং অবকাঠামো, হিমাগার, আসবাব, সংবাদপত্রসহ প্রভৃতি ব্যবসায় নিয়োজিত আছে। এ ছাড়া তরুণ এই উদ্যোক্তা ইস্টল্যান্ড ইনস্যুরেন্স ও দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) ও বাংলাদেশ-ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রিজওয়ান রাহমানের পিতা ইন্টারন্যাশনাল চেম্বার কম কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। Share this:FacebookX Related posts: করোনাভাইরাস : দেশের সব বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা ৫০-৬০ টাকায় নামল পেঁয়াজের দাম জুন পর্যন্ত কোনো কিস্তি আদায় নয়, তবে ঋণ দেওয়া যাবে জাপানি অর্থনৈতিক অঞ্চল নির্মাণে সাড়ে ৪ হাজার বর্গফুট অফিস সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানীর কাঁচাবাজার ও সুপারশপ বন্ধের নির্দেশ সব ধরনের ব্যাংক ঋণের সুদ দুই মাস স্থগিত বাজেট প্রস্তাবে কোন মন্ত্রণালয় ও বিভাগ কত কোটি টাকা বরাদ্দ পেল রপ্তানি লক্ষ্যমাত্রা ৪৮ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ চায় বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রফতানি বন্ধের সিদ্ধান্ত ২০২০ সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে দেশে ঋণখেলাপি ৩ লাখ ৩৫ হাজার SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: ঢাকা চেম্বারেরনতুন সভাপতি হলেনরিজওয়ান রাহমান