পরাজিতদের হামলায় বিএনপির বিজয়ী প্রার্থী নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১ নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থদকদের হামলায় বিজয়ী বিএনপি সমর্থিত কাউন্সিলর তারিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে মো. তারিকুল ইসলাম খান (৪৫) নামের সদ্য বিজয়ী ওই কাউন্সিলরের মৃত্যু হয়। তিনি বিএনপি সমর্থিত ছিলেন বলে জানাগেছে। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হামলায় গুরুতর আহত তারিকুলকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে। শনিবার (১৬ জানুয়ারি) পৌর নির্বাচনে তিনি সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীক নিয়ে নির্বাচন করেন এবং তিনি ৮৫ ভোটে জয়লাভ করেন। এদিকে ঘটনার পরে শহর জুড়ে আতঙ্কে এবং সুনসান নিরবতা বিরাজ করছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী খবরটি নিশ্চিত করে তিনি জানান, শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ওই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী (ডালিম প্রতীক) বেসরকারিভাবে বিজয় হয়েছেন। এ সংবাদে তার সমর্থকরা সন্ধ্যা রাতে ওই মহল্লায় একটি মিছিল বের করে। এসময় পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা ওই মিছিলে হামলা চালায়। এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায় এবং তরিকুলকে উপর্যুপুরি ছুরিকাঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃংখলা শান্তিপূর্ণ রাখতে এবং আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। Share this:FacebookX Related posts: মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন হেলাল এর বিশাল মোটরবাইক শোভা যাত্রা নওগাঁ-৬ উপ-নির্বাচনে আলোচনায় যারা নওগাঁ-৬ উপ-নির্বাচনে পাঁচজনের মনোনয়ন জমা ইউনিয়ন পরিষদ থেকে সংসদের পথে আনোয়ার হোসেন হেলাল হালুয়াঘাট সদর ইউপি নির্বাচনে সকলের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশী সালেহ্ আহাম্মদ পৌরসভায় মেয়র পদে প্রার্থী দুই নৈশপ্রহরী মন্ত্রীর জামাতাকে হারিয়ে দিলেন বিএনপি প্রার্থী সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণের স্বার্থে যা যা করার দরকার তা করা হবে-কবিতা খানম ময়মনসিংহের ত্রিশালে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করতে বর্ধিত সভা শেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ত্রিমুখী লড়াই ঈশ্বরগঞ্জে নৌকা প্রতীককে বিজয়ী করতে যুবলীগের নির্বাচনী পথ সভা ভোলার দুই পৌরসভায় নৌকার জয় SHARES Matched Content দেশের খবর বিষয়: পরাজিতদেরবিএনপিরবিজয়ী প্রার্থী নিহতহামলায়