নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে- শিবলী সাদিক এমপি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১ জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : জেলার বাস্তবায়ন করতে হলে, নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে উল্লেখ করে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা শিবলী সাদিক এমপি বলেছেন,বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নৌকা প্রতিকে দলীয় প্রার্থী হিসেবে অধ্যক্ষ আক্কাস আলীকে মনোনীত করেছেন, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাঁকে আগামী ১৬ জানুয়ারি নৌকা প্রতিকে বিপুল ভোটে বিজয়ী করবো। নৌকার প্রশ্নে কোন আপোষ নয়। নৌকা সব সময়ই সত্য ও ন্যায়ের প্রতিক হিসেবে মানুষের মুক্তি ও গনতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক নৌকা, উন্নয়ন ও স্বাধীনতার প্রতীক নৌকা, নৌকা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতীক। আপনারা শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থীকে নির্বাচিত করবেন, আর আমি সরকারের প্রতিনিধি হিসেবে, আপনাদের উন্নয়ন করবো। বুধবার বিকেল দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান মাস্টারের সভাপতিত্বে, কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় নেতাকর্মীসহ জনগণের উদ্দেশে এমপি শিবলী সাদিক বলেন, নৌকা বিজয়ী না হলে, বিরামপুরকে জেলা বাস্তবায়নের কাজ ঝিমিয়ে পড়বে, পৌর এলাকার উন্নয়ন মুখ থুবরে পরবে, নৌকা বিজয়ী হলে জেলা বাস্তবায়নের কাজ এগিয়ে যাবে, পৌরসভার উন্নয়ন হবে। বিধায় উন্নয়নের অগ্যযাত্রা অব্যহত রাখতে আগামী ১৬ তারিখে আপনারা ব্যালটের মাধ্যমে প্রমাণ করবেন, জননেত্রী শেখ হাসিনাকে বলে দেবেন, আপনি আমাদেরকে যোগ্য প্রার্থী দিয়েছিলেন, আমরা এই এলাকার মানুষ সেই যোগ্য প্রার্থীকে প্রাণখুলে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাকে উপহার দিলাম। উপজেলার টাটকপুর মাদ্রাসা মাঠ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মন্ডল, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম রাজু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নৌকা প্রতিকের মেয়র প্রার্থী অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, দিলীপ কুন্ডু, শীবেশ কুন্ডু, রহমত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব পারভেজ কবীর, গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, মুশফিকুর রহমান, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মী সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ পৌষের হাড় কাঁপানো শীতকে হার মানিয়ে বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: নবাবগঞ্জে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন শিবলী সাদিক এমপি এটা ত্রাণ নয়, আপনাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার- শিবলী সাদিক এমপি পঞ্চগড় পৌরসভা পেল প্রথম নারী মেয়র কুড়িগ্রাম পৌরসভায় আ.লীগের প্রার্থী নির্বাচিত পীরগঞ্জ পৌরসভায় আ.লীগের বিদ্রোহী প্রার্থীর জয় পঞ্চগড় নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে নাগেশ্বরী পৌরসভা নির্বাচন নাগেশ্বরী পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু নির্বাচিত নাগেশ্বরী পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত সুন্দরগঞ্জে লাঙ্গলের জয় দিনাজপুর কারাগারে হাজতির মৃত্যু আবারও হাকিমপুর পৌরসভার মেয়র হলেন চলন্ত SHARES Matched Content নির্বাচনের মাঠ বিষয়: নৌকারবিজয় সুনিশ্চিত করতে হবেশিবলী সাদিক এমপি