নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের জরুরী আইন-শৃঙ্খলা সভা বয়কট দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১ নিজস্ব প্রতিবেদক : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন কর্তৃক আহবান করা জরুরী বিশেষ আইন-শৃঙ্খলা সভা বয়কট করে বেরিয়ে গেছেন জনপ্রতিনিধি ও সরকারদলীয় নেতৃবৃন্দ। অবৈধ বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতবিরোধী বালু ব্যবসায়ী-শ্রমিকদের বিক্ষোভ মিছিলের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা না নেওয়ায় অনির্দিষ্ট সময়ের জন্য উপজেলা প্রশাসনের সবধরণের সভা বয়কট করেছেন তারা। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ এমন ঘোষণা দিয়ে সভাস্থল ত্যাগ করেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, রবিবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী চেল্লাখালী নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধ বালু উত্তোলনবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম। আদালত চলাকালে অবৈধ স্থান থেকে উত্তোলিত বালু পরিবহন করায় দুই ট্রাক বালু জব্দ এবং মাসুদ নামে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি। এতে সন্ধ্যায় সংশ্লিষ্ট বালু ব্যবসায়ী ও শ্রমিকরা শহরে ভ্রাম্যমাণ আদালতবিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিল করে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এলাকায় গিয়ে বিক্ষোভ করে। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু তাদের ফিরিয়ে দিলে পরবর্তীতে তার উপস্থিতিতেই কাচারীপাড়াস্থ কার্যালয়ে প্রশাসনের প্রতি পাল্টা অভিযোগ এনে কড়া প্রতিবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন উল্লেখিত ব্যবসায়ী-শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়। এদিকে, পরিস্থিতি বিবেচনায় জরুরী ভিত্তিতে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিশেষ আইন-শৃঙ্খলা সভা আহবান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি মাহফুজুল আলম মাসুম। বেলা বারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সভা শুরু হলে সদস্যদের বক্তব্যের একপর্যায়ে রবিবারের ঘটনায় আইনী পদক্ষেপ নিতে উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানান আইন-শৃঙ্খলা কমিটির সদস্য জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ। এতে বালু ব্যবসায়ীদের পক্ষে কতিপয় যুবক ওই সভাস্থলে প্রবেশ করতে চাইলে সভায় হট্টগোল তৈরি হয়। উপস্থিত নেতৃবৃন্দ ও পৌর মেয়রসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ ইউএনও’র ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত প্রশাসনের সবধরণের সভায় যোগদান থেকে বিরত থাকার ঘোষণা দেন এবং সভা বয়কট করে সভাস্থল ত্যাগ করেন। ফলে সভা পন্ড হয়ে যায়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল বলেন, ইউএনও আইনী প্রক্রিয়ায় বালু ব্যবসায়ীকে মোবাইল কোর্টে সাজা দেয়ার পরও কিছু বালু ব্যবসায়ী-শ্রমিকরা শহরে বিক্ষোভ করে ও তার দরজায় লাথি মেরেছে। এঘটনায় ইউএনও পদক্ষেপ না নেয়ায় আমরা আইনশৃঙ্খলা সভা বয়কট করেছি। বিষয়টি জানতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। আইনশৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, পরিস্থিতি স্বাভাবিক আছে। উপজেলা প্রশাসন চাইলে সবধরণের আইনী সহযোগিতা করা হবে। এব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি মাহফুজুল আলম মাসুম বলেন, বিক্ষোভ কারীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এবিষয়ে মঙ্গলবার (১২ জানুয়ারি) আবারও আইন-শৃঙ্খলা কমিটির সভা আহবান করা হয়েছে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে শিক্ষক খুন, এলাকায় শোকের মাতম শ্বশুর বাড়িতে শিক্ষক খুন : খুনীদের বিচারের দাবিতে মদনে মানববন্ধন গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার গৌরীপুরে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা.আমান ঈশ্বরগঞ্জে কৃষকদের মাঝে সার বীজ বিতরণ মুক্তাগাছায় ১৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার: দুই মাদক ব্যবসায়ী আটক গৌরীপুরে মেছো বিড়াল উদ্ধার শুরুতেই গলদ; উদ্বোধন করতে গিয়ে কাজ বন্ধ করে দিলেন হুইপ! র্যাব-১৪ ময়মনসিংহ কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধার,আটক-১ বোয়ালী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে অবৈধ দাবী করে সংবাদ সম্মেলন SHARES Matched Content দেশের খবর বিষয়: আইন-শৃঙ্খলা সভাউপজেলা প্রশাসনেরজরুরীনালিতাবাড়ীবয়কট