ফেব্রুয়ারিতেও হচ্ছে না একুশে বইমেলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১ নিজস্ব প্রতিবেদক : প্রকাশকেরা ১৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত বইমেলা করার প্রস্তাব দিলেও বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী অমর একুশে বইমেলা স্থগিত ঘোষণা করেছেন। এবিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতির কারণে শারীরিক উপস্থিতিতে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন সম্ভব নয়। তাই আমরা আপাতত মেলা স্থগিত ঘোষণা করেছি। পরে কবে আবার বইমেলা হবে, সেটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। প্রকাশকরা জানান, ১ মার্চ থেকে শুরু করে ৩১ মার্চ পর্যন্ত অমর একুশে বই মেলা হোক এমনটাই চান প্রকাশকরা। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পারলে এ সময় বইমেলা আয়োজনে কোনো সমস্যা দেখছেন না। ১৯৮৩ সাল থেকে প্রতিবছর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে ভাষার মাসের প্রথম দিন থেকেই বাংলা একাডেমি চত্বরে বইমেলা শুরু হয়। এরপর ১৯৮৪ সাল থেকে বর্তমানের অমর একুশে গ্রন্থবই মেলার শুরু হয়। তবে স্থান সংকুলান না হওয়ায় অমর একুশে বই মেলার বাংলা একাডেমির চত্বর থেকে কিছু সরিয়ে বৃহৎ পরিসরে সোহরাওয়ার্দী উদ্যোনে করা হয়। গত বছর বাংলা একাডেমি ৪১টি বইসহ ৪ হাজার ৯১৯টি নতুন বই প্রকাশিত হয়েছিল। উল্লেখ্য, বিদায় বছরে অমর একুশে গ্রন্থমেলায় ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। Share this:FacebookX Related posts: বঙ্গবন্ধুকে নিয়ে লিখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী বৈসাবিসহ পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিতের নির্দেশ শিল্পের মাধ্যমে মানুষকে সম্পৃক্ত করা সম্ভব : দোরাইস্বামী মহাকবির ১৯৭তম জন্মবার্ষিকী আজ ‘যখন শুনি শিক্ষকরা নকল সাপ্লাই করে, আমার লজ্জা হয়’ সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী করোনায় পিছিয়ে যেতে পারে এইচএসসি পরীক্ষা করোনাভাইরাস: আরও সাড়ে ৯ হাজার টন চাল, সোয়া ৬ কোটি টাকা বরাদ্দ ‘১৫ অগাস্টের ঘাতকদের প্রশ্রয় দিয়েছিলেন জিয়াউর রহমান’ করোনার টিকা কিনতে এডিবির সহযোগিতা পাবে বাংলাদেশ অনুকরণের পরিবর্তে উদ্ভাবনে মনোযোগী হতে হবে: রাষ্ট্রপতি ৬২ পৌরসভায় ভোটগ্রহণ চলছে SHARES Matched Content জাতীয় বিষয়: একুশে বইমেলাফেব্রুয়ারিতেও হচ্ছে না