শৈত্যপ্রবাহ হতে পারে ১৩ জানুয়ারি থেকে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১ অনলাইন ডেস্ক : দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) বা বুধবার থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।শনিবার সকালে আবহাওয়াবিদ আরিফ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘১৩ বা ১৪ জানুয়ারির দিকে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা আছে। বিশেষ করে যশোর, সাতক্ষীরা, রংপুর ও রাজশাহী বিভাগ- এসব অঞ্চলে হতে পারে। মানে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এখন পর্যন্ত এই স্পেলে তীব্র শৈত্যপ্রবাহ দেখা যায়নি। তবে হতেও পারে। বেশি সম্ভাবনা মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হওয়ার।’ সকালে আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ দিনের (১৩ জানুয়ারি) শেষের দিকে রাতের তাপমাত্রা কমতে পারে। এ বিষয়ে আরিফ হোসেন বলেন, ‘আমরা এখন বলেছি রাতের তাপমাত্রা কমতে পারে। আরেকটা সময় হয়তো বলবো যে, আগামীকাল বা পরশু থেকে শৈত্যপ্রবাহ আসবে।’ তিনি বলেন, ‘শৈত্যপ্রবাহ হওয়া মানেই উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বায়ু আসতে হবে। উত্তর-পশ্চিমাঞ্চল অর্থ হলো- ভারতের পাঞ্জাব-হরিয়ানা হয়ে উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে উত্তর-পশ্চিমা বাতাসটা আসতে হবে।’ এদিকে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। Share this:FacebookX Related posts: চলতি মাসে আরও দুটি তীব্র শৈত্যপ্রবাহ করোনার ছোবলে বর্ষবরণ হতে পারে উৎসবহীন ১৭-১৮ ডিসেম্বর মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ চার অঞ্চলে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ৭ অঞ্চলে শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা শৈত্যপ্রবাহ থাকবে আরো দুই দিন শৈত্যপ্রবাহ থাকবে আরো দুই দিন শীত কমবে কবে? এই মৌসুমে কি আর শৈত্যপ্রবাহ আসবে? দেশের ৬ অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ‘উচ্ছেদ অভিযান দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যক্তির নয়’ SHARES Matched Content জাতীয় বিষয়: ১৩ জানুয়ারি থেকেশৈত্যপ্রবাহহতে পারে