বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০ অনলাইন ডেস্ক : রাজধানীর পোস্তগোলায় বুড়িগঙ্গা নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ (প্রথম বুড়িগঙ্গা সেতু) ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। চার লেনের সেতুটিতে যানবাহন সীমিত ঘোষণা করা হয়েছে। কী পরিমাণ ওজন নিয়ে যানবাহন চলাচল করবে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে তাও জানিয়ে দেবে সড়ক ও জনপথ বিভাগ। মঙ্গলবার দুপুরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান বলেন, ‘সেতুর একটি জায়গায় ফাটল দেখা দেয়ায়, রাতে যানবাহন চলাচল স্থগিত করা হয়। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পোস্তগোলায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ (প্রথম বুড়িগঙ্গা সেতু) আমরা এক্সপার্ট টিম বিশেষজ্ঞ দলসহ পরিদর্শন করেছি। এক্সপার্ট টিম তারা তাদের মতো করে কী ধরনের রিপেয়ার করলে ঝুঁকিমুক্ত হবে সে ধরনের ডিজাইন করছেন।’ তিনি বলেন, ‘তাৎক্ষণিক ভাবে সেতুটির ওপরে যানবাহন চলাচল সীমিত করে করে দেয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে ব্রিজের ওপরে চার লেনের দুটি বন্ধ করে দেয়া হবে। সকল ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্রিজটিতে ফাটল দেখা দেয়ায় ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।’ কবে নাগাদ সেতুটি ঝুঁকিমুক্ত হবে বা রিপেয়ারিংয়ের কাজ সম্পন্ন হবে জানতে চাইলে অতিরিক্ত প্রধান প্রকৌশলী বলেন, ‘এটা সময় সাপেক্ষ, বেশ সময় লাগবে। বুধবার আমাদের আরও অনেক ইকুইপমেন্ট আসবে। ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশ স্ক্যান করা হবে, এক্সরে এর মতো করে ভেতরের অবস্থা দেখা হবে যে কী ধরনের ক্ষতি হয়েছে। সেটা দেখার পরে পরবর্তী ট্রিটমেন্ট ঠিক হবে। এ জন্য বেশ কিছু দিন সময় লাগবে।’ সেতুটি কীভাবে ক্ষতিগ্রস্ত হলো জানতে চাইলে তিনি বলেন, ‘গতকাল যে লঞ্চটি ডুবেছে সেটি উদ্ধার করতে আসা প্রত্যয়ের ধাক্কায়ই সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বলেন, ‘আপাতত সেতুটির সম্পূর্ণ মেরামত না হওয়া পর্যন্ত বাবুবাজার ব্রিজ দিয়ে ভারী যান চলাচলে আমরা অনুমোদন দেব। ক্ষতিগ্রস্ত ব্রিজ দিয়ে কোন ভারী যানবাহন চলাচল করতে দেয়া হবে না। সে জন্য মাইকিং, প্রচারপত্র এবং সাইনবোর্ড লাগানো হবে। ওই ব্রিজ দিয়ে শুধুমাত্র বাস-প্রাইভেটকারসহ অন্যান্য কম ভারী যানবাহন চলাচল করবে।’ তিনি বলেন, ‘আমরা সাইনবোর্ড দিয়ে দেব, ব্রিজের ওপরে লোড লিমিট করে দেয়া হবে। কত টনের যানবাহন চলাচল করতে পারবে সেটাও আমাদের এক্সপার্ট টিম বলে দেবে। আমরা বিকেল নাগাদ লোডের পরিমাণ জানিয়ে দেব।’ সোমবার সকালে কেরানীগঞ্জের ফরাশগঞ্জ ঘাটে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে আসা উদ্ধারকারী জাহাজের ধাক্কায় সেতুটিতে ফাটল দেখা দেয়। সোমবার রাতেই যানবাহন চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেয়া হয়। Share this:FacebookX Related posts: ‘যখন শুনি শিক্ষকরা নকল সাপ্লাই করে, আমার লজ্জা হয়’ সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন রাতকানা রোগ নির্মূলের প্রত্যয় করোনায় পিছিয়ে যেতে পারে এইচএসসি পরীক্ষা করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়াবেন না : তথ্যমন্ত্রী করোনাভাইরাস: আরও সাড়ে ৯ হাজার টন চাল, সোয়া ৬ কোটি টাকা বরাদ্দ রেড জোনে থাকতে হবে ঘরে, পৌঁছে দেয়া হবে নিত্যপণ্য অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১৭-১৮ ডিসেম্বর মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ পদ্মা সেতুর টোল: কোন যানবাহনে কত হবে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ চলছে টিকা চেয়েছে হাঙ্গেরি, ৫০০০ ডোজ দেবে বাংলাদেশ SHARES Matched Content জাতীয় বিষয়: ঝুঁকিপূর্ণ ঘোষণাবুড়িগঙ্গা সেতু