বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সুইডেনের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪ অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও সুইডিশ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশে সহজে ব্যবসা করার বিষয়টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সংস্কার চালাচ্ছে। সোমবার (২ ডিসেম্বর) তেজগাঁওয়ে তার কার্যালয়ে সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসকে একথা বলেন। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে আরও বেশি সুইডিশ বিনিয়োগকে উৎসাহিত করি’, তার সরকার দুর্নীতি দমন করেছে। রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগকে সহজ করেছে এবং শ্রম আইন সম্পর্কিত আইএলও কনভেনশন অনুমোদনের দিকে এগিয়ে গেছে।রাষ্ট্রদূত উইকস এসময় বলেন, তার সরকার ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং পুলিশ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসনের সংস্কারের পদক্ষেপকে সমর্থন করে। উইকস বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, এই পরিবর্তনে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’ বৈঠকে তারা জুলাই-আগস্ট বিপ্লব, সরকারের সংস্কার উদ্যোগ, বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ এবং গণবিদ্রোহে নারীদের ভূমিকা নিয়েও আলোচনা করেন। এসময় অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার নির্বাচনের আগে সংস্কার করতে বদ্ধপরিকর। তিনি বলেন, ‘বিপ্লবের মূল শব্দ ছিল সংস্কার। দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, যদিও সমাজের বিভিন্ন গোষ্ঠীর উচ্চ প্রত্যাশা বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে।’ বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহনাজ গাজী উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: বাংলাদেশ উপকূলে আঘাত হেনেছে আম্পান ‘করোনা সংক্রমণ চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে’ বাঁধ টেকসই করতে বৃক্ষরোপনের কোন বিকল্প নেই: জাহিদ ফারুক ‘চলতি বছরের মধ্যে ১০টি ইউটার্নের কাজ শেষ হবে’ আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ক্রমাগত কমতে পারে মহামারীতে অর্থনৈতিক মন্দা এড়াতে পেরেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী করোনার টিকা নেওয়া হয়েছে ইপিআই স্টোরে কুয়েতে পাপুলের কারাদণ্ড আরো ৩ বছর বেড়েছে ১২ বছরে ১ লাখ ৩৭ হাজার লিগ্যাল এইডের মামলা নিষ্পত্তি করোনায় মৃতের সঙ্গে কমেছে আক্রান্তও বিএম ডিপো ও ট্রেনে আগুনে নাশকতার যোগসূত্র আছে : তথ্যমন্ত্রী পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে: কৃষিসচিব SHARES Matched Content জাতীয় বিষয়: প্রধান উপদেষ্টার আহ্বানবাংলাদেশে বিনিয়োগ বাড়াতেসুইডেনের প্রতি