১৭-১৮ ডিসেম্বর মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০ অনলাইন ডেস্ক : চলতি শীত মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর বয়ে যেতে পারে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী ১৭ থেকে ১৮ ডিসেম্বর নাগাদ দেশে প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। প্রথমদিকে, দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ অনুভূত হবে। পরবর্তীতে দেশজুড়ে ও শৈত্যপ্রবাহ অনুভূত হবে। উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ হলেও এর প্রভাবে দেশজুড়ে তাপমাত্রা নেমে আসবে। শৈত্যপ্রবাহের সময় উত্তরাঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। তিনি আরও বলেন, চলতি কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আরও দুই দিন স্থায়ী হতে পারে। শৈত্যপ্রবাহের আগে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। Share this:FacebookX Related posts: চলতি মাসে আরও দুটি তীব্র শৈত্যপ্রবাহ প্রথম নারী ডেপুটি সিএজি মনোয়ারা হাবীব পৌরসভায় প্রথম ধাপের ভোট ইভিএমে চার অঞ্চলে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ৭ অঞ্চলে শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা প্রথম দিনেই কোয়ারেন্টাইনে যুক্তরাজ্যফেরত ১১ যাত্রী শৈত্যপ্রবাহ হতে পারে ১৩ জানুয়ারি থেকে শৈত্যপ্রবাহ থাকবে আরো দুই দিন শৈত্যপ্রবাহ থাকবে আরো দুই দিন শীত কমবে কবে? এই মৌসুমে কি আর শৈত্যপ্রবাহ আসবে? প্রথম করোনার টিকা নেবেন নার্স রুনু কস্তা দেশের ৬ অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে SHARES Matched Content জাতীয় বিষয়: ১৭-১৮ ডিসেম্বরপ্রথমমৌসুমেরশৈত্যপ্রবাহ