২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: নির্বাচন কমিশন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪ অনলাইন ডেস্ক : আগামী বছরের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে আজ প্রথমবারের মতো বৈঠকে বসে নতুন নির্বাচন কমিশন (ইসি)। এদিন বেলা ১১টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে চার নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। গত ২৪ নভেম্বর দেশের চতুর্দশ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে শপথ নেন এ এম এম নাসির উদ্দীন। সেদিন তিনি বলেন, ‘আশ্বস্ত থাকুন, আমাদের নিয়ত সহি। আমি কনফিডেন্টলি বলতে পারি, ভালো নির্বাচন হবে।’জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের আগেই তৈরি হবে নতুন ভোটার তালিকা। বছরব্যাপী যারা ভোটার হয়েছেন তাদের যুক্ত করে আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর সেই ভোটার তালিকার বিষয়ে কারো কোনো দাবি-আপত্তি থাকলে তা নিষ্পত্তি করে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। Share this:FacebookX Related posts: ৮২৩৮ জন ঋণখেলাপির তালিকা প্রকাশ বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ ইউপি নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন নিয়োগ বিল সংসদে উত্থাপন জাসদের ১৮১ আসনে প্রার্থী চূড়ান্ত, তালিকা প্রকাশ নির্বাচনবিরোধী অপতৎপরতা নজরে এনে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে: তথ্যমন্ত্রী নির্বাচনকালে পূর্ণাঙ্গ ক্ষমতা চায় নির্বাচন কমিশন যেভাবে প্রকাশ করা হবে এসএসসির ফল শান্তিরক্ষীদের অবদান দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে দেশে ৪ লাখ ৮১ হাজার গাড়ির ‘ফিটনেস নেই’ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত রোববার ‘দল-মত যাই হোক, আশ্রয়ণ হবে সবার’ SHARES Matched Content জাতীয় বিষয়: ২ মার্চচূড়ান্ত ভোটারতালিকা প্রকাশনির্বাচন কমিশন