টেকনাফে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গুলিতে নিহত যুবক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১ নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে মাদক মামলার আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে খোরশেদ আলম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি পুলিশের। তবে নিহতের পরিবারের দাবি, পুলিশের গুলিতে নিহত হন খোরশেদ। পুলিশ বলছে, এই ঘটনায় শামশুল আলম ওরফে কালা শামসু নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে টেকনাফ সদরের হাবির ছড়া এলাকার মাদক মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি শামসুল আলমকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে আসার পথে মিঠাপানির ছড়া এলাকায় পৌঁছলে তার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে ব্যারিকেড দিয়ে শামসুকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এ সময় গোলাগুলিতে আহত হন ওই তিন পুলিশ সদস্য। ওসি বলেন, ‘দুই পক্ষের গোলাগুলির ঘটনায় মানিলন্ডারিং ও মাদক মামলার পলাতক আসামি খোরশেদ আলম গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে সে কাদের গুলিতে মারা গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। আটক শামসুল আলম একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’ এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাকারিয়া মাহমুদ বলেন, ‘গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তার বুকে বাঁ পাশে গুলির আঘাত রয়েছে। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। আহত তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজারে প্রেরণ করা হয়েছে।’ এদিকে ঘটনার খবর পেয়ে টেকনাফ হাসপাতালে যান কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান ও উখিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার শাকিল আহমেদ। তবে নিহত খোরশেদের পরিবারের দাবি, ‘শামসুল আলম পুলিশের হাতে আটকের খবর শুনে ব্যাডমিন্টন খেলা শেষে ঘটনাস্থলে ভাইকে দেখতে ছুটে যান খোরশেদ আলম। এ সময় পুলিশের চালানো গুলিতে গুলিবিদ্ধ হয় সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ Share this:FacebookX Related posts: পাবনায় সন্ত্রাসী হামলায় যুবক নিহত টেকনাফে গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত নিহত বোয়ালমারীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত কালিয়াকৈরে বাস চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত রাজধানীতে বাসের ধাক্কায় মামা-ভাগ্নে নিহত বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ১২বছর দঁড়িতে বাধা রাণীনগরের ভারসাম্যহীন যুবক সুজন নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত রাণীনগরে করোনা সন্দেহে চিকিৎসার অভাবে মারা গেলেন যুবক সড়ক দুর্ঘটনায় নিহত ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর বাসের ধাক্কায় নিহত শিক্ষক মা ও ছেলে-মেয়ে ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় ১০ জন নিহত SHARES Matched Content দেশের খবর বিষয়: গুলিতেটেকনাফে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগনিহতযুবক