সাপাহারে সংঘর্ষে নিহত ১ আহত ৩ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১ নিউজ ডেস্কঃ জমিজমা নিয়ে সৃষ্ট সংঘর্ষে নওগাঁর সাপাহারে একই পরিবারের একজন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালের দিকে উপজেলার তিলনী গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাতাড়ী ইউনিয়নের তিলনী মৌজায় সম্পত্তি নিয়ে উপজেলার দক্ষিণ পাতাড়ী গ্রামের জনৈক এসলাম আলীর (৫৫) সঙ্গে তিলনী গ্রামের আব্দুল হকের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে পাতাড়ী গ্রাম হতে এসলাম আলী ও আমজাদ আলীর নেতৃত্বে একদল লাঠিয়ালবাহিনী আব্দুল হকের ভোগদখলীয় সম্পত্তি দখল করতে এলে উভয় পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এ সময় সৃষ্ট সংঘর্ষে এসলাম আলী ও আমজাদ আলীর লোকজনের লাঠির আঘাতে আব্দুল হক ও তার তিন ছেলে রবিউল আলম (৫০), হাবিবুর রহমান (২৫) ও রায়হান কবির (২৩) গুরুতর আহত হন। গ্রামের লোকজন আহতদের সাপাহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে রবিউল আলম ও রায়হান কবিরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন এবং আব্দুল হক (৭৫) ও তার মেজো ছেলে হাবিবুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রেফার্ডকৃত রবিউল ও রায়হান রাজশাহী মেডিক্যালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে রবিউল আলমের মৃত্যু ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। Share this:FacebookX Related posts: সাপাহারে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ১৯ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের সম্ভাবনা সাপাহারে খাদ্যমন্ত্রীর ৩ হাজার ত্রাণ সামগ্রী বিতরণ সাপাহারে পাড়া প্রতিবেশিদের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে নগদ অর্থ বিতরণ সাপাহারে করোনা পরিস্থিতিতে ১কেজি গাঁজাসহ আটক-২ সাপাহারে গাঁজাসহ সৎ বাবা-মেয়ে আটক সাপাহারে স্টার জলসায় ঝরে গেল নুশরাত জাহানের জীবন সাপাহারে করোনায় প্রথম ১জন গ্রাম পুলিশের মৃত্যু, উপজেলায় আক্রান্ত ৫০ সাপাহারে বিষ প্রয়োগ করে ১৫ হাজার আম গাছ ও চারা পুড়ে ফেলার অভিযোগ সাপাহারে বশতবাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাট সাপাহারে গ্রামীণ দম্পতিদের নিয়ে দম্পতি মেলা অনুষ্ঠিত SHARES Matched Content দেশের খবর বিষয়: ১ আহত ৩সংঘর্ষে নিহতসাপাহারে