সাপাহারে গ্রামীণ দম্পতিদের নিয়ে দম্পতি মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে গ্রামীণ দম্পতিদের সাথে নিয়ে বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতা বাল্যবিবাহের কুফল ও আইনি পরামর্শ নিয়ে আঞ্চলিক ভাষায় গম্ভরা গ্রামীণ দম্পতি অংশ গ্রহণে এই মেলার আয়োজন করা হয়।

ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও নেটজ বাংলাদেশের সহায়তায় বুধবার বেলা ১১টায় উপজেলার ময়নাকুড়ি মাঠে শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকি’র সভাপতিত্বে বাল্যবিবাহ নিরোধ আইন ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন বিষয়ে দম্পতি, মানবাধিকার কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের অংশগ্রহনে দম্পতি মেলা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা বানু, প্রকল্প সমন্বয়কারী মাহাবুবুর রহমান, ভানু রানী প্রমূখ।