গৌরীপুর সাবেক ভিপি দেওয়ান কাঞ্চন খান আর নেই

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১

কমল সরকার গৌরীপুর(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভি.পি, গৌরীপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি, ৪নং মাওহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ নেতা, প্রভাতী শরীর চর্চা সংগঠনের সভাপতি দেওয়ান কাঞ্চন খান (৬৫) ঢাকা হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসারত অবস্থায় বুধবার (৬ জানুয়ারী) সকাল ১০.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি …………………… রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাযার নামাজ স্থানীয় নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। জানাযা শেষে উপজেলার মাওহা ইউনিয়নের নিজগ্রাম কিল্লা তাজপুওে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, মাওহা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ কালন, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক এইচ. এম খায়রুল বাসার ও সদস্য সচিব মশিউর রহমান কাউসার, প্রভাতী শরীর চর্চা সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা প্রমুখ শোক প্রকাশ করে তার রেখে যাওয়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।