আত্রাই থানায় নতুন ওসির যোগদান

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আবুল কালাম আজাদ।

শনিবার রাতে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন আনুষ্ঠানিক ভাবে নবাগত ওসি মো. আবুল কালাম আজাদের কাছে তার দায়িত্ব ভার হস্তান্তর করেন। এ সময় থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা নবাগত ওসিকে ফুলের শুভেচ্ছায়বরণ করে নেন।

নবাগত ওসি আবুল কালাম আজাদের দেশের বাড়ি বগুড়া সদরে। তিনি ইতোপূর্বে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে ও নওগাঁর ধামইরহাট থানার তদন্ত (ওসি) হিসেবে নিয়োজিত ছিলেন। এবং কর্মস্থলে থাকাকালীন সৎ সাহসী ও দক্ষ অফিসার হিসেবে সুনামের সাথে সাধারন মানুষের মনিকোঠায় ঠাঁয় করে নিয়েছিলেন।

যোগদানকালে তিনি বলেন, আত্রাই থানায় যোগদানের পর আমার প্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা। পাশাপাশি আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে আত্রাই উপজেলাকে একটি আদর্শ, নিরাপদ ও মডেল থানা হিসেবে প্রতিষ্ঠিত করা। তিনি আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।