চাঁপাইনবাবগঞ্জের অপু’র এশিয়ান টিভির শ্রেষ্ঠ প্রতিনিধির সন্মাননা ক্রেষ্ট লাভ

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃদেশের জণপ্রিয় টিভি চ্যানেল এশিয়ান টিভির নিজস্ব কার্যালয়ে সারা দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধি সন্মেলন ঢাকার অভিজাত এলাকার গুলসান ১ নিকেতন ব্লক ১ এ অবস্থিত প্রধান কার্যালয়ের হল রুমে শুক্রবার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টায় এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ সিআইপি, জিএম শাহ রেজাউল করিম, ব্রডকাষ্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, উপ-ব্যপস্থাপনা পরিচালক সাজ্জাদ রশিদ (পারভেজ), নিউজ ডেস্ক প্রধান বেলাল হোসেন সহ অন্যান্য অতিথিদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট সাংবাদিক ফয়সাল আজম অপুকে, সত্য, বস্তুনিষ্ঠ, তথ্যবহুল, অনুসন্ধানী ও অপরাধ মূলক সংবাদ প্রকাশের জন্য এশিয়ান টিভি পরিবারের পক্ষ থেকে শ্রেষ্ঠ প্রতিনিধির বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

সেই সাথে আবারও এশিয়ান টিভির চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্বভার প্রদান করেন।
এজন্য সাংবাদিক ফয়সাল আজম অপু এশিয়ান টিভির সন্মানিত চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ সিআইপি সহ এশিয়ান টিভি পরিবারের সকলের প্রতি দোয়া, আন্তরিক অভিনন্দন, শুভ কামনা ও কৃতজ্ঞতা জানান।

তিনি নিউজের পাঠক, ভক্ত, শুভাকাঙ্ক্ষী সহ সকলের দোয়া কামনা করেন এবং নিউজের এধারা যেন অক্ষুন্ন রাখতে পারেন সে প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, সাংবাদিক ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জের একজন স্বনামধন্য সাংবাদিক।
এশিয়ান টিভি ছাড়াও তিনি, দৈনিক বাংলাদেশ বুলেটিন, দি মুসলিম টাইমস, দৈনিক প্রথম ভোর, দৈনিক উপচার সহ কয়েকটি অনলাইন পোর্টালে প্রতিনিধি হিসেবে সততার সহিত কর্মরত আছেন।