নাচোল পৌর নির্বাচন কাউন্সিলরসহ ৯ জনের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

সময় সংবাদ ডেস্কঃচাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভা নির্বাচনে ৪ জন সাধারণ কাউন্সিলরসহ ৫ জন সংরক্ষিত মহিলা কাউন্সিল মনোনয়নপত্র দাখিল করেছেন।

নাচোল উপজেলা নির্বাচন ও সহকারি রিটার্নিং অফিসার আব্দুস সামাদ জানান, ৩০জানুয়ারি শনিবার সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে আনসার আলী, আসামুদ্দিন, আব্দুল হাই ও শফিকুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা আসনে নাজনীন আক্তার, শামীমা ইয়াসমিন, ফিরোজা খাতুন, আরিফা বেগম ও শাহনাজ পারভীন মনোনয়নপত্র দাখিল করেছেন।

তিনি আরো জানান, আগামী ২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ৪ফেব্রুয়ারি যাচাই-বাছাই, ১১ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার এবং ২৮ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে।উল্লেখ্য পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় সাধারণ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।

নাচোল পৌরসভায় ৭ হাজার ২৪০জন পুরুষ এবং ৭হাজার ৭৬৮জন মহিলা ভোটার রয়েছে। এছাড়া ১০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।