ধামরাই পৌর এলাকায় ২১টি ভোটকেন্দ্রে ইভিএমে টেষ্ট ভোট দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০ অনলাইন ডেস্ক : আগমী ২৮ ডিসেম্বর ধামরাইয়ের পৌর সভার নির্বাচনে ইভিএম এ ভোট হবে। ভোটারদের সুবিধার্থে শনিবার ধামরাই পৌর সভা এলাকায় ২১ টি ভোটকেন্দ্রে ইভিএম ভোট মেশিনে মগ বা টেষ্ট ভোটের আয়োজন জন করে উপজেলা নির্বাচন কমিশন ।শনিবার সকাল দশটা থেকে এক টানা বিকেল চারটা পর্যন্ত এই শগ ভোট হয়েছে। সব শ্রেণী পেশার মানুষ উৎনব মুখর পরিবেশে ইভিএম এ এই টেষ্ট ভোট দিয়ে নিয়ে ঝালিয়ে নেন। প্রথম বারের মতো ধামরাই পৌর সভার নির্বাচনের ইভিএম মেশিনে এবার ভোট গ্রহন করা হচ্ছে। ইভএ এ কিছু সমস্যাও হচ্ছে। যেমন কোনো ভোটারের ফিঙ্গা প্রিন্ট মেশিনে শো করছে না। তবে আইডি কার্ডের নাম্বার দিলে ভোটারের সার্বিক পরিচয় শো হরছে সে ভোট দিতে পারছেন।শনিবার ধামরাই পৌর সনভার এক নং ওর্য়াডের সরকারী যদুনাথ শরৎ চন্দ্র বিদ্যাপীঠে এ আয়োজন করেনির্বাচন কর্তপক্ষ। এছাড়াও পৌর এলাকার ২১ কেন্দ্রে এক যোগে ইভিএম এ টেষ্ট ভোট অনুষ্ঠিত হয়। অংশ নেওয়া ভোটারা ইভিএম এ খুশি মগ ভোট দিতে এসে নতুনের সাথে পরিচয় হল বলে। স্থানী পৌর সভার এক নং ওর্য়াডের কাউন্সিলর ও এবার পাঞ্জাবী মার্কা প্রার্থী আরিফুর রহমান বলেন ইভিএম এ ভোট দেওয়া সহজ। কোনো কোনো ভোটারের ফিঙ্গা প্রিন্ট মেশিনে শো করছে না ফলে ভোটারা অনেকে দ্বিধাদন্ধে পরছে প্রথম বার বলে। আসলে এটাই সহজ পদ্ধতি বলেন। ধামরাই পুজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক নন্দ গোপাল সেন বলেন প্রথম বার বলে একটু সমস্যা মনে করছে। এই মেশিনে ভোট যাটা সেই দিতে পারবেন। এজন্য তিনি সরকারকে সাধুবাদ জানান। Share this:FacebookX Related posts: ধামরাই পৌরসভায় আ.লীগ প্রার্থীর পুনরায় জয় জনস্বার্থে ২৪ ঘণ্টা নগর ভবন খোলা রাখব : তাপস ঢাকা সিটি নির্বাচন অবাধ, নিরপেক্ষ করার আহ্বান সুজনের সোনারগাঁওয়ে পৌরসভা নির্বাচন উপলক্ষে আ.লীগের কর্মী সভা মানিকগঞ্জ মেয়র হলেন নৌকার রজমান আলী ভোটের উৎসবে নৌকা, শঙ্কায় ধান মুন্সীগঞ্জ মেয়র পদপ্রার্থী বিপ্লবের নির্বাচনী সভা কুলিয়ারচরে আ.লীগের প্রার্থী মহসিন নির্বাচিত শ্রীপুর পৌরসভায় ৪র্থ বারেও মেয়র আনিছুর রহমান মাধবদী পৌরসভার ১২নং ওয়ার্ডে নৌকার সমর্থনে উঠান বৈঠক ওসিকে নিয়ে আ.লীগ প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ার ছবি ভাইরাল মাধবদীতে নৌকার সমর্থনে উঠান বৈঠক SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ২১টি ভোটকেন্দ্রেইভিএমে টেষ্ট ভোটধামরাইপৌর এলাকায়