মানিকগঞ্জ মেয়র হলেন নৌকার রজমান আলী

প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০

অনলাইন ডেস্ক : মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মো: রমজান আলী বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) নির্বাচনে তিনি ভোট পেয়েছেন ৩১ হাজার ৫৮৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির ধানের শীষের প্রতীকের আতাউর রহমান আতা পেয়েছেন ২ হাজার ৩৩৪ ভোট।

রমজান আলী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে আছেন। অপর দিকে আতাউর রহমান আতা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক।

রিটানিং কর্মকর্তা সন্ধ্যার দিকে ফল ঘোষণা করেন। এরপরই রমজান আলীর শহরের বাসভবনের সামনে আওমীলীগের নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে নবাগত মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।