প্রতিদিন ১টা করে ডিম খেলে কি হবে? দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০ লাইফস্টাইল ডেস্ক : সকালের নাস্তায় ডিম খুব সাধারণ একটি বিষয়। একজন মানুষ যদি দৈনিক একটা করে ডিম খায় তাহলে তার চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না। ডিম হলো প্রোটিনে পরিপূর্ণ একটি খাবার যা মাংসের বিকল্প হিসেবে কাজ করে। তবে অনেক চিকিৎসক ডিম খেতে নিষেধ করেন। কোলেস্টরলের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় ডিম খেতে বারণ করা হয়। তবে আপনি যদি প্রতিদিন একটা করে ডিম খান তাহলে কি হতে পারে সে বিষয়ে জেনে নেওয়া যাক। প্রোটিনের উৎস : ডিম হলো প্রোটিনের গুরুত্বপূর্ণ একটি উৎস যা আমাদের শরীর শতকরা ৯৮ ভাগ শোষণ করে। আর সবচেয়ে সুবিধা হলো ডিম কম ক্যালোরিযুক্ত খাবার। সিদ্ধ ডিম খাওয়ার জন্যই সবসময় পরামর্শ দেওয়া হয় কারণ এতে অতিরিক্ত তেল ব্যবহার করা হয় না। আর এই প্রোটিন দীর্ঘ সময় আপনার পেট ভরা রাখতে পারে। বডি বিল্ডাররা শরীরের জন্য কাঁচা ডিম খেয়ে থাকেন তবে শরীরের জন্য রান্না করা ডিম খাওয়া ভালো। মাইক্রোএলিমেন্টস : ডিম ভিটামিন এবং খনিজগুলির উৎস যা আপনার শারীরিক ক্রিয়াকে সমর্থন করে। এমনকি একটি ডিম প্রতিদিনের ভিটামিন এ, রাইবোফ্ল্যাভিন, ভিটামিন বি ১২, ফসফরাস, দস্তা এবং ভিটামিন ডি রয়েছে যা শরীরের স্বাভাবিক ক্রিয়াকলাপ ঠিক রাখে এবং ডায়েটেও সহায়তা করে।এছাড়া চোখ ভালো রাখতেও ভূমিকা রাখে ডিম এবং চোখের স্বাস্থ্যের জন্য এককথায় উপকারী ডিম। Share this:FacebookX Related posts: ডায়াবেটিস নিয়ন্ত্রণে কফি প্রতিদিন ৪ টি করে কাজু বাদাম খেলে যা হয় জেনে নিন আলিঙ্গনের উপকারিতা দিনে একটি পেয়ারা খেলে কী হয়? চায়ে গুড় মিশিয়ে খাবেন যে কারণে যে ৩ ধরনের ডাল খেলে কমবে ওজন নাক বন্ধের সমস্যা দূর করার উপায় হাত থেকে মেহেদি তোলার সহজ উপায় শীতকালে ঠান্ডা-কাশি সারাবে তুলসি পাতা চোখে ময়লা গেলে যা করবেন, যা করবেন না দ্রুত ওজন কমাতে রসুন খাবেন যেভাবে শীতের বিকেলে পাতে রাখুন মুচমুচে চিড়ার সমুচা SHARES Matched Content লাইফস্টাইল বিষয়: ডিম খেলে কি হবে?প্রতিদিন ১টা করে