ধোবাউড়ায় কোটি টাকার রাস্তায় কাজ শেষ না হতেই ফাটল

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

কামরুল হাসান ধোবাউড়া(ময়মনসিংহ)ঃময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ইউটিএম/আইডিপি প্রকল্পের চলমান সদর বাজারের রাস্তার কাজে ফাটল দেখা দিয়েছে।

ঢালাইয়ের পরে রাস্তায় ফাটল দেখা দেওয়ায় কাজে অনিয়মের অভিযোগ করছে স্থানীয়রা। উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা সদর বাজারের জিরো পয়েন্ট হতে উপজেলা মোড় পর্যন্ত এক হাজার ৩৪০ মিটার রাস্তাটি টেন্ডারের মাধ্যমে ৭৭ লাখ ৩ হাজার ৬৭৪ টাকা ব্যয়ে (এসআরএস কনস্ট্রাকশন) কাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটির পাথরের ঢালাইয়ে বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। ঢালাইয়ের পরে রাস্তার ফাটল দেখা দেওয়ায় কাজে অনিয়মের অভিযোগ করছে স্থানীয় ব্যবসায়ী সহ সাধারণ জনগন। এলাকাবাসীর অভিযোগ ঢালাইয়ের কাজে পর্যাপ্ত পানি ব্যবহার না করায় এই ফাটল দেখা দিয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শাহিনুর ফেরদৌস বলেন, রাস্তার ঢালাইয়ের কাজের ৪ ইঞ্চি পর পর তক্তা তাড়াতাড়ি তুলে ফেলার ফলে উপরের মুখে লেয়ার পড়ে আকাঁবাকাঁ ফাটল দেখা দিয়েছে। ফাটল কেটে দিয়ে ফিনিসিং দিয়ে সোজা করে বিটুমিন দেওয়া হবে। এটা কোনো ত্রুটি না।