সিলেটের তিন জেলায় পরিবহন ধর্মঘট অব্যাহত

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

অনলাইন ডেস্ক : পাথরকোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগের তিনটি জেলায় তিন দিনের পরিবহন ধর্মঘটের আজ দ্বিতীয় দিন চলছে।গতকাল মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর থেকে বিভাগের সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে এ ধর্মঘট চলছে বলে জানা গেছে। বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়। এতে একাত্মতা প্রকাশ করেছে পরিবহন সংশ্লিষ্ট অন্য সংগঠনগুলোও।
ধর্মঘটের ফলে সিলেটের সঙ্গে সারা দেশের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ আছে।

এদিকে সিএনজি অটোরিকশায় গ্রিল সংযোজনে পুলিশের নির্দেশনা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে সিলেটে গত সোমবার ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করে শ্রমিকরা। ফলে ওই দিন জেলায় অটোরিকশা চলাচল বন্ধ ছিল। গতকাল ছিল ধর্মঘটের শেষ দিন। দুই ধর্মঘটের কারণে চরম দুর্ভোগের শিকার হন সাধারণ যাত্রীরা।

ধর্মঘটের কারণে আজ‌ বুধবার (২৩ ডিসেম্বর) সকালে কদমতলী ও কুমারগাঁও বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো পরিবহন। ধর্মঘটে বন্ধ রয়েছে পণ্য পরিবহনও। ফলে সিলেট প্রায় অচল এবং সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। রেল ও আকাশপথ স্বাভাবিক থাকলেও সেখানে ভিড় বাড়ায় টিকেট পাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে।