গৌরীপুরে ৫ স্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২০

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় একদিনে পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। রবিবার (১৯ জানুয়ারী) আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ পাঁচটি স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।

যে স্কুলগুলোর ভিত্তি প্রস্তর স্থাপন করা হল- দামগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিরনসনখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুম্বাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরকারের এনবিআইডিএনএনজিপিএস প্রকল্পের আওতায় এলজিইডি এ স্কুলগুলোর নির্মাণ কাজ বাস্তবায়ন করবে।