সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক হলেই ধর্ষণ, ডেনমার্কে নতুন আইন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক :ডেনমার্কে আরও কঠোর হলো ধর্ষণবিরোধী আইন। এখন থেকে দেশটিতে দুই পক্ষের সুস্পষ্ট সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক হলেই তা ধর্ষণ বলে বিবেচিত হবে। বৃহস্পতিবার নতুন এ আইন পাস হয়েছে ড্যানিশ পার্লামেন্টে। ডেনমার্কের পুরনো ধর্ষণবিরোধী আইনে প্রসিকিউটরদের দেখাতে হতো- ধর্ষক এমন কারও ওপর সহিংসতা চালিয়েছে বা আক্রমণ করেছে, যার বাধা দেয়ার ক্ষমতা ছিল না। কিন্তু, নতুন আইনে এই নিয়ম থাকছে না। ড্যানিশ বিচারমন্ত্রী নিক হেক্কারুপ এক বিবৃতিতে বলেন, এখন এটা পরিষ্কার যে, শারীরিক সম্পর্কে যদি দুই পক্ষেরই সম্মতি না থাকে, তবে সেটি ধর্ষণ। ২০১৮ সালে অনেকটা একই ধরনের আইন পাস করেছে ড্যানিশদের প্রতিবেশী সুইডেন। এর পরপরই সেখানে ধর্ষণে অভিযুক্তের সংখ্যা ৭৫ শতাংশ বেড়ে যায়। সরকারি হিসাব অনুসারে, ডেনমার্কে প্রতিবছর ১১ হাজার ৪০০ জন নারী ধর্ষণ বা ধর্ষণচেষ্টার শিকার হন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিনাসম্মতিতে শারীরিক সম্পর্ককে ধর্ষণ হিসেবে স্বীকৃতি দেয়া ইউরোপের ১২তম দেশ হলো ডেনমার্ক। অ্যামনেস্টির নারী অধিকার বিষয়ক গবেষক অ্যানা ব্লাস বলেন, এটা ডেনমার্কের নারীদের জন্য অসাধারণ একটি দিন। দেশটি পুরনো ও বিপজ্জনক ধর্ষণ আইনটি ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করে এই অপরাধের কালিমা এবং দায়মুক্তির অবসান ঘটাতে সাহায্য করেছে। ডেনমার্কে আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন এই আইন। সূত্র: দ্য গার্ডিয়ান Share this:FacebookX Related posts: সাহায্য পাঠাতে তরুণীর পোশাক ছাড়া ছবি বিক্রি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার কেমন হবে নতুন বাবরি মসজিদ শপথ নিলেন কুয়েতের নতুন আমির যুবরাজ শেখ নওয়াফ ইতালিতে নতুন করে বিধি-নিষেধ আরোপ ইতালিতে নতুন করে লকডাউন করোনার নতুন ধরন নিয়ে বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার নতুন ধরন : গতি-প্রকৃতি পরীক্ষা করছে কানাডা নতুন যুগে যুক্তরাজ্য, ব্রেক্সিট পরবর্তী অধ্যায় শুরু ইসলামিক স্টেটের নতুন টার্গেট আফ্রিকা! উহানে করোনা সংক্রমণ নিয়ে ডব্লিউএইচওর নতুন তথ্য প্রকাশ জেরুজালেমে দূতাবাস খুলছে কসোভো-সার্বিয়া SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আইনছাড়াডেনমার্কেধর্ষণনতুনশারীরিকসম্পর্কসম্মতিহলেই