বিরামপুর ও নবাবগঞ্জে অনুদানের চেক বিতরণ করলেন এমপি শিবলী সাদিক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০ জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:আগামীকাল ২৫ ডিসেম্বর শুভ বড়দিন। এটি খ্রিস্টান ধর্মাবলম্বীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। খ্রিস্টীয় ধর্মালম্বীদের শুভ বড়দিন উদযাপন উপলক্ষে সকল স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৫২ টি গীর্জায় সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মো. শিবলী সাদিক প্রত্যেক গীর্জাসমূহের মন্ডলীর হাতে ২২ হাজার ৩ শত ৮৩ টাকার সরকারী অনুদানের এ চেক বিতরণ করেন। এসময় সংসদ সদস্য শিবলী সাদিক বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি অনুসরণ করে বড়দিনের উৎসব পালনের আহ্বান জানান। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম রাজু, থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন গীর্জার প্রধানগণ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠান শেষে পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলায় খ্রিস্টীয় ধর্মালম্বীদের মাঝে বড়দিন উপলক্ষে সরকারী অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি সাংসদ শিবলী সাদিক। এতে ইউএনও নাজমুন নাহার এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান পারুল বেগমসহ আরো অনেকে। Share this:FacebookX Related posts: জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাদের ঋণ শোধ হওয়ার নয়: এমপি শিবলী সাদিক ঘুমন্ত শিশুর গায়ে উষ্ণতার পরশ কম্বল জড়িয়ে দিলেন এমপি শিবলী সাদিক বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার দায়িত্ব নিলেন সাংসদ শিবলী সাদিক গৌরীপুরে পূর্ব ভালুকা স্কুলের দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি সাবেক প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন এমপি আর নেই গৌরীপুরে ৫ স্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি গৌরীপুর হাসপাতালের ডাক্তারদের পিপিই ও গ্লাবস্ দিলেন এমপি এমপি ইসরাফিল আলমের সুস্থতা কামনায় কোরানখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যান থেকে এমপি আনোয়ার হোসেন হেলাল গৌরীপুরে ৪ কিলোমিটার পাকা রাস্তার ভিত্তি প্রস্থর স্থাপন করলেন এমপি শার্শার ১১টি ইউনিয়ন চেয়ারম্যান গনের হাতে করোনা প্রতিরোধী সামগ্রী তুলেদেন এমপি শেখ আফিল উদ্দিন ত্রিশালের এমপি করোনায় আক্রান্ত SHARES Matched Content দেশের খবর বিষয়: এমপিবিরামপুর ও নবাবগঞ্জে অনুদানের চেক বিতরণ করলেনশিবলীসাদিক