হালুয়াঘাটে খ্রীষ্ঠান ধর্মাবলম্বীদের মাঝে চেক বিতরণ

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০

এম.এ মালেক হালুয়াঘাটঃ খ্রীষ্ঠান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উদযাপন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয় এর চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পিবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট ও ধোবাউড়া আসনের সাংসদ জুয়েল আরেং ।

এসময় সাংসদ সদস্য ৮৭ টি গির্জায় ২২ হাজার ৩ শত ৮৩ টাকা করে সর্বমোট ১৯ লক্ষ ৪৭ হাজার ৩ শত ২১ টাকার চেক বিতরণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের(ভারপ্রাপ্ত) সভাপতি কবিরুল ইসলাম বেগ, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা পকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আলাল উদ্দিন,উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন শামীম প্রমুখ।