মির্জাগঞ্জে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১

মেহেদী হাসান মুিবন, মির্জাগঞ্জ (পটুয়াখালী) :পটুয়াখালীর মির্জাগঞ্জে গোলাপ গোলদার মেমোরিয়াল কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সংকটকালীন মানবিক সহায়তা অংশ হিসেবে শীতার্ত অসহায় মানুষের মাঝে ১০০০ পিস কম্বলবিতরণ করা হয়।

শনিবার (২ জানুয়ারি ) সকাল ১১ টায উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের গোলদার বাড়ির মসজিদ প্রাঙ্গণে গোলাপ গোলদার মেমোরিয়াল কল্যাণ ট্রাস্ট এর সভাপতি আলহাজ্ব আবদুর রব গোলদারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আব্দুল হালিম (বাচ্চু গোলদার),

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই ফার্টিলাইজার এর বিজনেস ডাইরেক্টর বশির আহমেদ(বাব্লু গোলদার),তরণ সমাজসেবক ফিরোজ আলম গোলদার, আ:সালাম গোলদার,মো:শহিদ গোলদার সরকারি দুমকি জনতা কলেজ শিক্ষক স্বপন বিশ্বাস প্রমুখ।