হালুয়াঘাটের কেন্দ্রীয় গুরুস্থানে অনুদানের চেক বিতরণ

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

এম.এ খালেক হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের কেন্দ্রীয় গুরুস্থানে অনুদানের চেক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পৌরশহরের অগ্রযাত্রা কনভেনসন সেন্টারে হালুয়াঘাট উওর খয়রাকুড়ি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর পক্ষে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে গুরুস্থানের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকার চেক গুরুস্থান কমিটির সভাপতি বজলুর রশিদ এর নিকট হস্থান্তর করেন প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুল হুদা, উওর খয়রাকুড়ি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর উপদেষ্টা পরিষদের আহবায়ক কাঞ্চন কুমার সরকার,সাবেক পরিচালক মোঃ হোসেন আলী, হালুয়াঘাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান স্বাধীন প্রমূখ।