আত্রাইয়ে ব্যবসায়ীকে আহত করে টাকা ও মালামাল ছিনতাই

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ছিনতাইকারীরা এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে সর্বস্ব লুট করে নিয়েছে। পরে অচেতন অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। গত রোববার রাত ৮ টার দিকে উপজেলার পতিসর-মস্কিপুর রাস্তায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পতিসর বাজারের ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী মস্কিপুর গ্রামের আলীমুদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৩২) প্রতিদিনের মত গত রোববার রাত ৮ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি পতিসর-মস্কিপুর রাস্তার মস্কিপুর ব্রিজের নিকট পৌঁছলে ছিনাতইকারীরা তার উপর হামলা চালিয়ে তার নিকটে থাকা টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় তিনি গুরুতর আহতাবস্থায় অচেতন হয়ে রাস্তার উপর পড়ে থাকেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, এখন পর্যন্ত এ ব্যাপারে আমাদের কাছে কেউ অভিযোগ দেননি। তারপরও রাতেই ওই এলাকায় পুলিশের অভিযান চালানো হয়েছে। খুব দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। ব্যবসায়ী মোতালেব অচেতন থাকায় তার কি পরিমান টাকা বা মালামাল খোয়া গেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।