মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

অনলাইন ডেস্ক : মাদকসেবনের টাকা না দিয়ে প্রতিবেশীদের সহযোগিতায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা। দীর্ঘদিন ধরে ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানালে মাদকাসক্ত ছেলে আনোয়ার হোসেনকে ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুরের বকশীগঞ্জের নিলক্ষীয়া ইউনিয়নের বিনোদেরচর গ্রামে মা মনোয়ারা বেগমের বাড়িতে গিয়ে এই দণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা। আনোয়ার হোসেন (২২) ওই গ্রামের রুহুল আমিনের ছেলে।

মা মনোয়ারা বেগম জানান, নানা সময়ে টাকার জন্য চাপ দিত ছেলে আনোয়ার। না দিলে ঘরের জিনিসপত্র ভাংচুর করত। টাকা হাতে থাকলে দিতাম। না থাকলে দিতাম না। এভাবেই চলছিল। কিছুদিন আগে জানতে পারি টাকা নিয়ে সে মাদকসেবন করে। তাই টাকা দেওয়া বন্ধ করি। এতে সে আরও বেশি অত্যাচার শুরু করে। আজ সকালে সে টাকার জন্য চাপ দেয়। টাকা না দেওয়ায় ঘরের সমস্ত আসবাব ও জিনিসপত্র ভেঙে ফেলে। উপায়ন্তর না দেখে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, সন্ধ্যার দিকে মাদকাসক্ত ওই ছেলের মায়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকাসক্ত ছেলে আনোয়ার হোসেনকে তিনি ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।