হালুয়াঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ফলাফল প্রকাশ

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

এম.এ খালেক হালুয়াঘাটঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল রবিবার সকালে হালুয়াঘাট সানফ্লাওয়ার মডেল স্কুল প্রঙ্গণে,উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম’র সভাপতিত্বে সানফ্লাওয়ার মডেল স্কুলের ২০১৯ শিক্ষাবর্ষের সকল শ্রেনীর বার্ষিক ফলাফল ও ২০১৭ ও ১৮ বর্ষের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে দিনরাত কাজ করে যাচ্ছেন। একটি জাতির অবকাঠামোগত উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে বর্তমান প্রজন্মের প্রতিটি ছেলেমেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা।

এজন্য শিক্ষার পাশপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলায় ও মনোনিবেশ করতে হবে। শারীরিক ও মানসিক বিকাশ ঘটে খেলাধুলার মাধ্যমে। বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী স্কুলে মাল্টিমিডিয়া ক্লাস সহ প্রতিটি ক্লাস রুমকে সু-স্বজ্জিত ভাবে সাজানো হবে। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ,আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ,ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রতন দাশ,সমবায় কর্মকর্তা মোঃ কামরুল হুদা সহ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক,শিক্ষার্থী ও অভিবাবক সহ নেতৃস্থানীয় ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক সুজন সরকার।

মাগুরায় বাঘ নিয়ে বিপাকে পুলিশ