ছড়িয়ে ছিটিয়ে পড়ে মৃতদেহের খন্ডিত অংশ

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০

অনলাইন ডেস্ক : নওগাঁর মান্দায় একটি মৃতদেহের খন্ডিত অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে উপজেলার চেয়ারম্যানের মোড় নামক স্থানে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিলো অজ্ঞাত ব্যক্তির ছিন্ন ভিন্ন মৃতদেহ।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে মান্দা থানা পুলিশ মৃতদেহের অংশগুলো উদ্ধার করে।

পরে মান্দা ফায়ার সার্ভিসের একটি টিম রাস্তায় পড়ে থাকা মৃতদেহের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশগুলো পানি দিয়ে পরিষ্কার করে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, আমরা মনে করছি, এটা সড়ক দুর্ঘটনা। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে মৃতদেহের খন্ডিত অংশ এবং তার পরিধানের কাপড় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃতদেহের কোন পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হবে।