বিরামপুরে ছাত্রলীগের সভাপতি হিসেবে স্বদেশকে চান তৃণমূলের নেতাকর্মীরা

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া, জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন, সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ। আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে দিনাজপুরের বিরামপুর উপজেলা ছাত্রলীগের কাউন্সিল। এবারের কাউন্সিলে উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে মৃত্যুঞ্জয় কুন্ডু স্বদেশ’কে দেখতে চায় তৃণমূল ছাত্রলীগের নেতাকর্মীরা।

মৃত্যুঞ্জয় কুন্ডু স্বদেশ বর্তমান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় ছাত্রলীগের দিকনির্দেশনায় ছাত্রলীগকে সু-সংগঠিত করতে তার অবদান অপরিসীম। মৃত্যুঞ্জয় কুন্ডু স্বদেশ দায়িত্ব নেওয়ার পর থেকে তার হাত ধরে শত শত ছাত্রলীগ কর্মী বের হয়ে এসেছে। যারা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গুলোকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সততা, দক্ষতা আর চৌকষ এই তরুণ ছাত্রলীগ নেতাকে নিয়ে আলোচনার শেষ নেই। করোনাকালে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম রাজু’র নির্দেশে নিজ অর্থে মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, রমজানে রাস্তায় ঘুরে ঘুরে দুস্থ মানুষের মাঝে ইফতার প্রদান, অসহায় কৃষকদের ধান কাটা, অস্বচ্ছল ছাত্রলীগ নেতাকর্মীদের খোঁজ খবর নেওয়াসহ জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখযোদ্ধা হিসেবে মাঠে কাজ করেছেন মৃত্যুঞ্জয় কুন্ডু স্বদেশ। এছাড়াও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে নিজ উদ্যোগে উপজেলা জুড়ে প্রতিনিয়ত মাদক বিরোধী বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকেন মৃত্যুঞ্জয় কুন্ডু স্বদেশ। এদিকে বিবাহিত চাকুরীজীবিসহ বিএনপি-জামাত থেকে আসা কোন নেতাকে ছাত্রলীগের কমিটিতে দেখতে চান না তৃণমূল ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ প্রসঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান রয়েল বলেন, ছাত্রলীগকে শক্তিশালী ও গতিশীল করতে মৃত্যুঞ্জয় কুন্ডু স্বদেশের বিকল্প নেই। স্বদেশ যোগ্য ছেলে। তার হাত ধরে বিগত দিনে অনেক দুর এগিয়েছে উপজেলা ছাত্রলীগ।

দিনাজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান বলেন, গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগ পরিচালিত হয়। বিরামপুর উপজেলা ছাত্রলীগের কাউন্সিলে ত্যাগী, ক্লিন ইমেজ, মাদকমুক্ত ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে যারা জড়িত না তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হবে।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শ্রী শীবেশ কুন্ডু বলেন, মৃত্যুঞ্জয় কুন্ডু স্বদেশ একজন ভদ্র ও নম্র ছেলে। তার ভিতরে নেতৃত্ব দেওয়ার গুণাবলি আছে। তাকে নেতৃত্ব দিলে উপজেলা ছাত্রলীগ এগিয়ে যাবে বলে আমি মনে করি। তার রাজনৈতিক ব্যক্তি পরিচয় ও পারিবারিক ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ। তার নেতৃত্বে বিগত দিনে রাজনৈতিক ক্ষমতার কোন অপব্যবহার লক্ষ করা যায়নি।