গৌরীপুরে মাদ্রাসার ছাত্রদের ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০ কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃময়মনসিংহের গৌরীপুরে মাদ্রাসার ছাত্রদের ধর্ষণের অভিযোগে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে এ উপজেলার সহনাটি ইউনিয়নের পাছার মানিকরাজ করফুলনেছা নূরানী ও হাফিজিয়া মদ্রাসার শিক্ষক মোঃ বাকি বিল্লাহ উরফে মানিক (৩৮) কে আটক করেছে গৌরীপুর থানা পুলিশ। এজাহার সূত্রে জানা যায়, সহনাটি ইউনিয়নের পাছার মানিকরাজ গ্রামের মোঃ আজিম উদ্দিন মাস্টারের পালিত পুত্র মোঃ বাকি বিল্লাহ উরফে মানিক। সে প্রায় ৭/৮ মাস পূর্বে উক্ত মাদরাসায় নূরানী শাখায় প্রধান শিক্ষক হিসাবে যোগদান করে কর্মরত। গত ১৫ নভেম্বর সকালে ক্লাস চলাকালীন সময় নূরানী শাখার জনৈক ছাত্র (৯) কে শিক্ষক মানিক ক্লাস থেকে পাশের রুমে ডেকে নিয়ে যায় এবং ব্ল্যাক বোর্ডের আড়ালে নিয়ে ধর্ষণ করে। আবার এর কিছুদিন পর বিকাল বেলায় খেলার সময় উক্ত শিক্ষার্থীকে ডেকে নিয়ে পূর্বের ন্যায় একই স্থানে শিক্ষক মানিক পুনরায় ধর্ষণ করে। তার পর থেকে সেই ছাত্র মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়। গত বুধবার সকালে ছাত্রের পিতা তাকে মাদ্রাসায় দিয়ে আসে। কিন্তু সন্ধ্যা বেলায় বাড়ি ফিরে আসায়, তার পিতা জানতে চায় মাদ্রাসা থেকে চলে আসার কারণ জানতে চাইলে উক্ত ছাত্র জানায়, মাদ্রাসায় আর পড়তে যাবে না। এ ঘটনার পর মাদরাসার অপর শিক্ষক অলিউল্লাহ ওই শিক্ষার্থীর কাছে মাদ্রাসায় না আসার কারন জানতে চাইলে, ছাত্র অভিযুক্ত শিক্ষক মানিক কর্তৃক ধর্ষণের ঘটনার বিবরণ খুলে বলে। বিষয়টি প্রকাশ হলে নূরানী শাখার জনৈক অপর এক ছাত্র (৮) উক্ত শিক্ষক কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে বলে শিক্ষক অলিউল্লাহকে জানায়। এ ঘটনায় ধর্ষণের শিকার শিক্ষার্থীর বাবা মোঃ রোকন মিয়া বাদী হয়ে শুক্রবার রাতে গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০, সংশোধনী-২০০৩ এর নং-(১) রুজু করা হয়, যার মামলা নং- ২২, তারিখ- ২৮/১১/২০২০ইং। এ ব্যাপারে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন খান সাংবাদিককে জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে সঙ্গীয় অফিসারদের নিয়ে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। আজ সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।# কমল সরকার Share this:FacebookX Related posts: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকের মতবিনিময় হালুয়াঘাটে নবজাতকের লাশ উদ্ধার শেরপুরে সাধু জর্জের ধর্মপল্লীতে যাজকীয় অভিষেক অনুষ্ঠিত ভালুকায় জুতার কারখানায় ৮লাখ টাকার মালামাল চুরি গৌরীপুরে সরকারী না ব্যাক্তি’র গাছ কে কাটে? এসিল্যান্ড জানলেও ইউএনও জানেন না! গৌরীপুরে স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত গৌরীপুর স্যানিটারি ইন্সপেক্টর কর্মস্থলে না এসেই বেতন-ভাতা ভোগ করছেন ঈশ্বরগঞ্জে সোয়া ২৫ কোটি টাকার কাজের ভিত্তি প্রস্থর স্থাপন হালুয়াঘাট কেন্দ্রীয় শ্মশান ঘাট মন্দিরে অনুদানের চেক বিতরণ সরিষাবাড়ীতে আ.লীগে দু’গ্রুপে সংঘর্ষ, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর: পুলিশসহ আহত অর্ধশত কেন্দুয়ায় অবৈধ ইটভাটা ভেঙ্গে দিলেন ম্যাজিষ্ট্রেট হালুয়াঘাটে ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত SHARES Matched Content দেশের খবর বিষয়: গৌরীপুরে মাদ্রাসার ছাত্রদের ধর্ষণের অভিযোগেশিক্ষক গ্রেফতার