সারাদেশের ন্যায় বেনাপোলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০ মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ ‘সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবিলার সর্বোত্তম উপায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২০। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ তৌহিদুর রহমানের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার ম-ল, যশোর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মোঃ মতিয়ার রহমান ,শার্শা উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল, বেনাপোল ফায়ার স্টেশনের সাব অফিসার ওহাব বিশ্বাস। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনার সময় উদ্ধার কার্যক্রম ও অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন করেন। এ বছর ১৯ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২০ পলিত হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সহ-সভাপতি আশরাফুল আলম উজ্জ্বল, সাধারন সম্পাদক কামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক এম সানোয়ার রিমন প্রমুখ। প্রধান অতিথি পূলক কুমার ম-ল বলেন, অধিদপ্তরের সেবাধর্মী কাজের সঙ্গে জনসম্পৃক্ততা নিশ্চিতকরণ ও জনসচেতনতা বাড়ানোই ফায়ার সার্ভিস সপ্তাহের মূল লক্ষ্য হওয়া উচিৎ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নতুন উদ্যমে সাহস, দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করেন তিনি। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন তাহিরপুরে দাভোস সপ্তাহ পালিত আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত চিতলমারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত গৌরীপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত পঞ্চগড়ে জাতীয় শোক দিবস পালিত গৌরীপুরে জাতীয় শোক দিবস পালিত বোদা হানাদার মুক্ত দিবস পালিত ধোবাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত আত্রাইয়ে যুবলীগের গণতন্ত্র রক্ষা দিবস পালিত ধোবাউড়া প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত SHARES Matched Content দেশের খবর বিষয়: ডিফেন্সপালিতসপ্তাহসারাদেশের ন্যায় বেনাপোলে ফায়ার সার্ভিস ও সিভিল