তাহিরপুরে দাভোস সপ্তাহ পালিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০ রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের সুর্যেরগাঁও গ্রামে বিশ্বব্যাপী দাভোস সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে পথ নাটক “নারীর অবদান” নারীদের বিভিন্ন দিক নিয়ে সানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ও অক্সফাম ইন বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায়,শুক্রবার (২৪ শে জানুয়ারী) সানক্রেড ওয়েলফেয়ারের ভারপ্রাপ্ত সমন্বয়কারী তোফায়েল হোসেনের মিয়ার সঞ্চালনায় রিকল ২০২১ প্রকল্পের শিল্পীগোষ্ঠির লোকসংগীতের মাধ্যমে কোরিওগ্রাফ ভিত্তিক পথ-নাটক অনুষ্টিত হয়। দাভোস সপ্তাহটি পালন করার মুল বিষয়বস্তু হল,অসমতার বিরুদ্ধে লড়াই করা।নারীদের সামাজিক,পারিবারিক,অর্থনৈতিক ভাবে সমান অধিকার দিতে হবে এবং নারী ও পুরুষ একে অপরের সহযোগিতার মাধ্যমে নিজেদের সকল প্রকার কাজ-কর্ম মিলেমিশে করতে হবে এটাই হল এর মুল লক্ষ্য-উদ্ধেশ্য। নারী-পুরুষ উভইয়ের সম্মুকে কোরিওগ্রাফ পথ-নাটকে চারটি পর্ব নিয়ে কাজ করেছে।প্রথম পর্বে গৃহস্থালী কাজে নারীর অবদান,দ্বিতীয় পর্বে কৃষিতে নারীর অবদান তৃতীয় পর্বে স্বামী-স্ত্রী উভয়ই কর্মজীবী কিন্তু গৃহস্থালী কাজ নারীর উপর চাপিয়ে দেয়া হচ্ছে চতুর্থ পর্বে গৃহস্থালী কাজ উভয়ই মিলে করা এই চারটি বিষয় নিয়ে পথ-নাটক পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সানক্রেড ওয়েলফেয়ারের ভারপ্রাপ্ত সমন্বয়কারী তোফায়ের হোসেন মিয়া,প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর সেলিনা আক্তার,অরবিন্দু দাশ,মনোয়ার হোসেন,ভলেন্টিয়ার সদস্য হালিমা আক্তার প্রমুখ। Share this:FacebookX Related posts: তাহিরপুর সীমান্তে ভারতীয় বিয়ার সহ মদের চালান আটক তাহিরপুর সীমান্তে ভারতীয় ঘোড়ার চালান আটক তাহিরপুরে সজীব ওয়াজেদ জয় পরিষদের কমিটি গঠন তাহিরপুর ক্রিকেট খেলায় বিজয় অর্জনে বাদাঘাট সুপার ফাইটার দল ! তাহিরপুরে সামাজিক ও জাতীয় উন্নয়নের লক্ষ্যে সভা অনুষ্টিত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে তাহিরপুরে সরস্বতী পূজা অনুষ্ঠিত দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে তাহিরপুরে সুধী সমাবেশ তাহিরপুরে বালির উপর বাঁধ: শঙ্কায় কৃষক ! তাহিরপুরে জমি দখল নিয়ে দু-পক্ষের সংঘর্ষে আহত-৭ তাহিরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক প্রবাস ফেরত ৪২ জনের সন্ধানে নেমেছে সুনামগঞ্জের তাহিরপুর স্বাস্থ্য বিভাগ তাহিরপুর সীমান্তে ১ হাজার শ্রমজীবি পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা SHARES Matched Content দেশের খবর বিষয়: তাহিরপুরদাভোস সপ্তাহপালিত