গৌরীপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০

কমল সরকার,গৌরীপুর: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে (১৫ মার্চ) রোববার সকাল ১১ টায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি সারা শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার হেলাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হাশিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ,জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মান্নান খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরুনিমা কাঞ্চি শাওন সুপ্রভা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এর সি,এ রইস উদ্দিন, সি,এ,কাম ইউ,ডি,এ দুলাল চন্দ্র পাল, উপজেলা পরিষদের সি,এ শিপন চন্দ্র সরকার,মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ মনজুরুল হক,মোঃ আজহারুল ইসলাম প্রমুখ।