আত্রাই পুলিশের সহায়তায় হারানো ছেলেকে খুঁজে পেলেন তার মা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০ নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৭বছর বয়সী শিশু সানজিতকে ফিরে পেয়েছে তার বাবা-মা। নিখোঁজের এক দিন পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তারা। বুধবার বিকালে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন শিশু সানজিতকে তার মা সোহাগী বেগমের হাতে তুলে দেন। এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, মঙ্গলবার বিকেলে উপজেলার রসুলপুর বটতলা এলাকায় শিশু সানজিত একা দাঁড়িয়ে কান্নাকাটি করছিলো। স্থানীয়রা নাম-পরিচয় জিজ্ঞাসা করলে সে কান্নাকাটি করতে থাকে এবং বলতে থাকে সে ঘুরতে ঘুরতে এ পর্যন্ত চলে এসেছে সে শুধু তার নাম ও বাড়ি জয়পুরহাট বলতে পারছিলো। পরে স্থানীয়রা শিশুটিকে থানায় নিয়ে আসেন। তিনি আরো জানান, মঙ্গলবার রাতে সানজিত নামের ৭বছর বয়সী একটি শিশু পাওয়া গেছে এই মর্মে জয়পুরহাট জেলার প্রত্যেক থানায় ম্যাসেজ দেয়া হয়। এবং শিশুটির ছবিসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার চালিয়ে বুধবার বিকেলে শিশুটির বাবা-মায়ের খোঁজ পাওয়া যায়। পরে শিশু সানজিতকে তার মা সোহাগী বেগমের হাতে তুলে দেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। # Share this:FacebookX Related posts: গৌরীপুরে কৃষি প্রণোদনা পেলেন ২৩০ কৃষক গৌরীপুরের প্রধান শিক্ষক জিএম শিক্ষাক্ষেত্রে পেলেন গোল্ডেন এ্যাওয়ার্ড ঝিনাইগাতীতে শীতার্তরা কম্বল নিতে এসে চাল পেলেন ফুলপুর নৌকার মাঝি শশধর, ধানের শীষ পেলেন আমিনুল গৌরীপুরের উপজেলা পরিষদ চেয়ারম্যান পেলেন শ্রেষ্ঠ চেয়ারম্যানের পুরস্কার গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাড়ি থেকে পালানো কিশোরী ৯৯৯ এ ফোন কলে উদ্ধার SHARES Matched Content দেশের খবর বিষয়: আত্রাই পুলিশের সহায়তায় হারানো ছেলেকেখুঁজেতার মাপেলেন