গৌরীপুরে কৃষি প্রণোদনা পেলেন ২৩০ কৃষক

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

কমল সরকার,গৌরীপুর ; ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রবিবার (১২ এপ্রিল) বেলা ১১ টায় স্থানীয় ২৩০ জন কৃষকের মাঝে সরকারের আউশ প্রণোদনা হিসেবে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে ও উপজেলা ডিকেআইবি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, অতিরিক্ত কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহেদ খান, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা ডিকেআইবি’র সভাপতি আনিছুর রহমান।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহেদ খান জানান, আউশ প্রণোদনা হিসেবে প্রত্যেক কৃষককে ৫ কেজি উফসী আউশ বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে বীজ ও সার বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।