মিনি বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে মিনি বাসের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের বড়দীঘি পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মুছা সওদাগর (৭৭) উপজেলার উত্তর মার্দাশা ইউনিয়নের বদিউল আলমের হাট আলী মেম্বার বাড়ির বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মুছা সওদাগর ফজরের নামাজ আদায় করে আমান বাজার এলাকা থেকে বড়দীঘির পাড় পায়ে হেঁটে ফিরছিলেন। পথিমধ্যে চট্টগ্রামগামী একটি মিনি বাস তাকে পেছন থেকে ধাক্কা দিলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

পরে স্থানীয় জনগণ প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে থানার ওসি (তদন্ত) রাজিব র্শমা ঘটনাস্থলে গিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করেন।

হাটহাজারী থানার ওসি (তদন্ত) রাজির র্শমা বলেন, এলাকার বিক্ষুদ্ধ জনতা সড়ক অবরোধ করে রাখলে তাদেরকে শান্ত করে সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।