ধোবাউড়া প্রেসক্লাবের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০

কামরুল হাসান,ধোবাউড়া : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ ই মার্চ মঙ্গলবার ধোবাউড়া প্রেসক্লাব এক অনারম্বড় অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে প্রেসক্লাব ভবনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ টায় প্রেসক্লাব মিলনায়তনে সংরক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিন¤্র শ্রদ্ধার সহিত আনুষ্ঠানিক ভাবে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে উৎসবমুখর পরিবেশে কেক কেটে দিবসটিকে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।

উদযাপিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধোবাউড়া প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ময়মনসিংহ জেলা পরিষদ ও ধোবাউড়া প্রেসক্লাবের সদস্য ডাঃ আসাদুজ্জামান আকন্দ সাগর,ধোবাউড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মতিলাল সরকার, সদস্য অধ্যাপক আব্দুল মোতালেব,অধ্যাপক উসমান আলী, অধ্যাপক সুলতান মামুন রতন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ধোবাউড়া প্রেসক্লাবের সদস্য আনিসুর রহমান ইমান, সেচ্ছাসেবক লীগের আহব্বায়ক আফতাব উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ধোবাউড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল বারেক,ক্রীড়া সম্পাদক কবীর উদ্দিন, মিলনায়তন সম্পাদক ফজলুল হক ফকির, সদস্য কামরুল হাসান রবি এবং স্কুল-কলেজ হতে আগত শিশু কিশোর বৃন্দ।