দৈনিক সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এর মৃত্যুতে মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের শোক প্রকাশ

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০

প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী): দৈনিক সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক বরেণ্য সাংবাদিক খন্দকার মনিরুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাব। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধা সাড়ে ৭ টায় শোক জ্ঞাপন ও সংবাদ পরিবার এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিযয়েছেন মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান হাওলাদার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের মির্জাগঞ্জ প্রতিনিধি মেহেদী হাসান মুবিন, সাংবাদিক মোঃ হারুন-অর-রশিদ, রিয়াজ হোসেন সোহাগ জোমাদ্দার, রনি খান, মাহামুদ হাসান রুবেল, আসলাম হাওলাদার আব্দুল্লাহ প্রমুখ।