মিয়ানমারে ফের বিজয়ী অং সান সু চি! দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক মিয়ানমারের সাধারণ নির্বাচনে ফের বিজয়ী হয়েছে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। ক্ষমতাসীন দলটি পরবর্তী সরকার গঠনের জন্য অধিকাংশ আসনেই জয়লাভ করেছে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষে ৪২৫ ও উচ্চকক্ষে ১৬১টি আসন রয়েছে। দেশটিতে সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২২টি আসন। তবে এনএলডি ৩৪৬টি আসনে জয়লাভ করেছে। ৫০ বছরের বেশি সময়ের সেনাশাসনের কবল থেকে মুক্ত হয়ে ২০১৫ সালে দেশটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সু চির দল ভূমিধস জয় পায়। সে বছর দলটি সংসদের মোট ৩৯০ আসনে বিজয়ী হয়। তবে এবার বেশ কিছু আসন হারাতে হয়েছে তাদের। এদিকে, সেনা-সমর্থিত বিরোধী দল পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। তবে ভোট গণনা এখনো শেষ হয়নি। এখনো ৬৪ আসনের ফল ঘোষণা হয়নি। বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ে হওয়ায় ২০১৫ সালের নির্বাচনে জয়ী হয়েও দেশটির প্রধানমন্ত্রী হতে পারেননি সু চি। একই কারণে এবারো তিনি জয়ী হলে প্রধানমন্ত্রী হতে পারবেন না। বর্তমানে এই নেত্রী ‘স্টেট কাউন্সিলর’ হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে, এবার মিয়ানমারের সাধারণ নির্বাচনে সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের মতো বেশ কয়েকটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভোটাধিকার প্রয়োগ বা প্রার্থী হওয়ার সুযোগ পাননি। বেশ কয়েকটি বিদ্বেষপূর্ণ স্থানে ভোট প্রদানের কোনো ব্যবস্থা করেনি দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন। নিরাপত্তার দোহাই দিয়ে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং সংখ্যালঘু জনগোষ্ঠীদের এই নির্বাচনের বাইরে রাখা হয়েছে। এদের মধ্যে রোহিঙ্গারাও রয়েছেন। Share this:FacebookX Related posts: মিয়ানমারে বেসামরিক হতাহত অব্যাহত, যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ মিয়ানমারে ২৪ মন্ত্রীকে বরখাস্ত করে ১১ জনকে নিয়োগ অং সান সু চি দুই সপ্তাহের রিমান্ডে ‘সামরিক স্বৈরাচার নিপাত যাক’স্লোগানে মিয়ানমারে বিক্ষোভ মিয়ানমারে সামরিক নেতা ও তাদের স্বজনদের ওপর বাইডেনের নিষেধাজ্ঞা বিয়ের দু’সপ্তাহ পর ইমাম জানলেন স্ত্রী ‘নারী’ নয় চীনে করোনাভাইরাসের বিস্তার কমে আসছে, বুধবারে মাত্র একজন আক্রান্ত আন্তর্জাতিক ফ্লাইট চালু ১৬ জুন অ্যালার্জি থাকলে নেওয়া যাবে না করোনার ভ্যাকসিন ভ্যাকসিন বেচে এক বছরে ৩২০০ কোটি ডলার আয় করবে ফাইজার-মডার্না ভারতে কৃষক আন্দোলন : ফেক নিউজের কবলে ওবামা-ট্রুডো সিরিয়ায় ভয়াবহ বোমা হামলায় নিহত ৬ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: অং সানফের বিজয়ীমিয়ানমারেসু চি!