চীনে করোনাভাইরাসের বিস্তার কমে আসছে, বুধবারে মাত্র একজন আক্রান্ত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক : চীনে বুধবার অভ্যন্তরীণভাবে করোনাভাইরাসে নতুন করে মাত্র একজন আক্রান্ত হয়েছে। তবে বিদেশ থেকে আক্রান্ত হয়ে এক ডজনের বেশী লোক দেশে ফিরেছে। দ্বিতীয় দিনের মতো উহানে একজন করে সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। জাতীয় স্বাস্থ্য কমিশন এ কথা জানায়। গত সাতদিন ধরে নতুন করে করোনা আক্রান্তদের সংখ্যা সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। যা ফেব্রুয়ারির প্রথম দিকে ছিল দিনে কয়েক হাজার। কমিশন জানায়, উহানের ১১ মিলিয়ন লোক ২৩ জানুয়ারি থেকে কড়া কোয়ান্টারাইনে থাকে, এর পরপরই গোটা হুবেই প্রদেশ লকডাউন অবস্থায় চলে যায়। স্বাস্থ্য কমিশন জানায়, বুধবার বাইরে থেকে ১২ জন আক্রান্ত হয়ে এসেছে, এতে বাইরে থেকে আক্রান্ত হয়ে দেশে আসা লোকদের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জন। চীনে গড়ে প্রতিদিন ২০,০০০ লোক দেশে ফিরছে,এদের সকলকে বাধ্যতামূলকভাবে কোয়ারান্টাইনে রাখা হয়। বেইজিংয়ে যারা বিদেশ থেকে আসছেন তাদের নির্দিষ্ট হোটেলে ১৪ দিন কোয়ারান্টাইনে থাকতে হয়। চীনে বুধবার নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,২৩৭ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ৮০,৮৯৪ জন। Share this:FacebookX Related posts: চীনে এবার বার্ড ফ্লু চীনে নতুন করে করোনাভাইরাসে ২৭ জনের মৃত্যু চীনে করোনা আক্রান্তদের ৭০ ভাগই সুস্থ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসে মৃতদের জন্য চীনে নীরবতা পালন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি কোভিড রোগী আছে ভারত, চীনে : ট্রাম্প চীনে ফের লকডাউন চীনে যাত্রীবাহী বাস পানিতে পড়ে নিহত ২১ চীনে রেস্তোরাঁ ধসে কমপক্ষে ৫ জন নিহত চীনে রেস্তোরাঁয় জন্মদিন পালনে গিয়ে নিহত ২৯ সিনোফার্মের টিকা চীনে গণহারে ব্যবহারের অনুমতি চীনে স্বর্ণ খনিতে বিস্ফোরণ: আটকা পড়েছে ২২ শ্রমিক সৌদির তেল রফতানি কমেছে ৬২ শতাংশ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: করোনাভাইরাসের বিস্তার কমে আসছেচীনেবুধবারেমাত্র একজন আক্রান্ত