‘সামরিক স্বৈরাচার নিপাত যাক’স্লোগানে মিয়ানমারে বিক্ষোভ

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

সময় সংবাদ ডেস্কঃএএফপির খবরে জানা যায়, মিয়ানমারে বিক্ষোভকারীদের বেশির ভাগই তরুণ। বিক্ষোভকারীরা অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সমর্থনে মাথায় লাল রঙের ব্যান্ড পরেছিলেন। ঘটনাস্থলে দায়িত্বরত এএফপির সংবাদকর্মীরা জানান, বিক্ষোভস্থলের কাছে রাস্তায় পুলিশের গাড়ি মোতায়েন করা হয়েছে। দুটি জলকামান রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগউইনিডডেমোক্রেসি, হ্যাশট্যাগহিয়ারদ্য ভয়েস অবমিয়ানমার ও ফ্রিডম ফর ফিয়ার নামে আন্দোলন চলে। এসব বিক্ষোভ দমাতে মিয়ানমার সরকার গত বৃহস্পতিবার ফেসবুক বন্ধ করে দেয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় টুইটার ও ইনস্টাগ্রামও বন্ধের নির্দেশ দেওয়া হয়। বিবিসির খবরে জানা যায়,অসমর্থিত সূত্র জানিয়েছে, মিয়ানমারে আজ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়া সত্ত্বেও বিক্ষোভে অংশ নিয়েছেন শত শত মানুষ। গতকাল ইয়াঙ্গুনের দাগন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষক ও শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। রাজধানী নেপিডোয় বিক্ষোভ করেছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সু চির রাজনৈতিক দল এনএলডির পক্ষ থেকে বলা হয়েছে, তারা জানতে পেরেছে সু চি ভালো আছেন। তিনি গৃহবন্দী রয়েছেন। এই বন্দিদশা থেকে সু চির মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সামরিক জান্তা সরকারের উচিত পদত্যাগ করা।

গত সোমবার মিয়ানমারে অভ্যুত্থান করে দেশটির সেনাবাহিনী। সু চির নেতৃত্বাধীন এনএলডির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছে তারা। সেনা কর্তৃপক্ষ দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে। সু চির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগে মামলা করা হয়েছে। এসব অভিযোগে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে থাকবেন সু চি। অবৈধভাবে আমদানি করা ওয়াকিটকি রাখার অভিযোগে করা মামলায় সু চির দুই বছরের কারাদণ্ড হতে পারে।