বিয়ের দু’সপ্তাহ পর ইমাম জানলেন স্ত্রী ‘নারী’ নয় দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০ আন্তর্জাতিক ডেস্কঃ একদিন দুইদিন করে বিয়ের ১৪ দিন পার হয়ে গেলেও স্ত্রীর ঘনিষ্ঠ হতে পারেন নি স্বামী। কারণ, বাসর রাত থেকেই কনে বলে আসছেন, তার পিরিয়ড চলছে।এদিকে স্ত্রী সুস্থ হওয়ার আশায় দিন কাটছে স্বামীর।এরই মধ্যে প্রতিবেশিরা স্বামীকে ডেকে বলেন, রাতের বেলা তার স্ত্রী দেয়াল টপকে প্রতিবেশির বাড়িতে ঢুকে টেলিভিশন এবং কিছু কাপড় চুরি করে এনেছেন।কিন্তু দুই ঘরে চুরির সামগ্রী না পেয়ে সদ্য বিবাহিত স্ত্রীকে সন্দেহ করেন নি স্বামী। এদিকে বিচার না পেয়ে পুলিশের কাছে অভিযোগ করেন প্রতিবেশিরা। পুলিশ এসে স্ত্রীকে ধরে নিয়ে যায়। ওই সময় হিজাব ও বোরকা পরে ছিলেন ওই নারী।থানায় নিয়ে গিয়ে নারী পুলিশ দেহ তল্লাশী শুরু করে। আর ওই সময় তারা বুঝতে পারেন, পুলিশ নারী হিসেবে যাকে ধরে এনেছেন, তিনি আসলে পুরুষ। এরপর তার স্বামীর কাছে ফোন যায় পুলিশের। পুলিশ তাকে জানায়, সোয়াবুল্লাহ নাবুক নামের নারী অর্থ্যাৎ তার স্ত্রী হিসেবে থাকা ব্যক্তি আসলে পুুরুষ।তবে সেই কথাও বিশ্বাস করেননি স্বামী মুহাম্মদ মুতুম্বা।তিনি পুলিশের কাছে আবেদন জানান, তার স্ত্রীর গোপনাঙ্গ দেখবেন। সে অনুসারে মুতুম্বাকে সেই অনুমতি দেয় পুলিশ।জানা গেছে, ঘটনাটি ঘটেছে উগান্ডার কাউঙ্গা জেলার কিয়ামপিসি গ্রামে।পুলিশ জানিয়েছে, নারী সেজে থাকা ওই যুবক আসলে চোর। তার আসল নাম রিচার্ড তুমুসাবি। মুতুম্বার টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার জন্যই তিনি নারী সেজে বিয়ে করেছেন।অন্যদিকে মুতুম্বা তাদের গ্রামের মসজিদের ইমাম।তিনি বলেন, আমি বিয়ের জন্য দীর্ঘদিন ধরে পাত্রী খুঁজছিলাম। আমি যখন এতো সুন্দর মেয়েকে হিযাব পরে দেখেছিলাম, তাকে ভালোলাগার কথা বলেছিলাম। সে রাজি হয়েছিল। সেই সঙ্গে সে বলেছিল, আমি তার বাবা-মায়ের কাছে মোহরানার টাকা না দেওয়া পর্যন্ত এবং বিয়ে না করা পর্যন্ত বিছানায় যাবে না।তারপর থেকেই পিরিয়ডের কথা বলে আসছিলেন ওই নারী। বিষয়টি এখন উগান্ডার গোয়েন্দা বাহিনী তদন্ত করে দেখছে। Share this:FacebookX Related posts: জর্দানের প্রথম নারী পাইলট প্রিন্সেস সালমা দাঁত-গোসল করেন না স্বামী, ডিভোর্স চাইলেন স্ত্রী! করোনা শেষ হলেও স্কুলে ফেরা হবে না দুই কোটি নারী শিক্ষার্থীর: মালালা বাংলাদেশি কর্মীদের হতাশ করা উচিত নয় ইউরোপের বিভক্তি নয়, ঐক্যের প্রেসিডেন্ট হবো: জয়ের পর প্রথম ভাষণে বাইডেন যুক্তরাজ্যে প্রথম ভ্যাকসিন নিলেন ৯০ বছর বয়সী নারী ভাইরাস আতঙ্ক: চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ সর্বসাধারণের জন্য উন্মুক্ত উহান করোনার সঙ্গে বেঁচে থাকাটাই এখন নিউ নর্মাল: টেড্রোস সৌদির তেল রফতানি কমেছে ৬২ শতাংশ ভারতে করোনায় একদিনে ১২৪৭ জনের মৃত্যু গর্ভপাতকে বৈধতা দিয়ে ঐতিহাসিক আইন পাস হচ্ছে আর্জেন্টিনায় SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ইমামজানলেননয়নারীবিয়ের দু’সপ্তাহ পরস্ত্রী