লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৭৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক লিবিয়া উপকূলের কাছে নৌকাডুবির ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) অন্তত ৭৪ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম। এক বিবৃতিতে জাতিসংঘের বিশেষায়িত সংস্থাটি জানায়, নারী ও শিশুসহ নৌকাটিতে ১২০ জনেরও বেশি মানুষ ছিল। লিবিয়ার কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা ৪৭ জনকে জীবিত এবং ৩১ জনের লাশ উদ্ধার করেছে। এখনো অনেক নিখোঁজ রয়েছে, তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার সেন্ট্রাল ভূমধ্যসাগর এলাকায় দুটি নৌকা ডুবির ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়। একই সময়ে ওই অঞ্চলে থাকা বেসরকারি একটি সংস্থার উদ্ধারকারী জাহাজ ‘ওপেন আর্মস’ তিনটি পৃথক অভিযানে ২০০রও বেশি মানুষকে উদ্ধার করেছে। প্রসঙ্গত, উত্তর আফ্রিকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপ যাওয়ার এ বিপজ্জনক পথে প্রায়ই বিভিন্ন নৌযান দুর্ঘটনায় পড়ে। চলতি বছর কেবল ভূমধ্যসাগরেই ইউরোপ পৌঁছানোর চেষ্টা করা অন্তত ৯০০ মানুষের সলিল সমাধি হয়েছে বলে জানিয়েছে আইওএম। Share this:FacebookX Related posts: ভারতে রেকর্ড সংক্রমণের দিনে ১০২১ মৃত্যু যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ দাবানল, অন্তত ৩০ জনের মৃত্যু নাইজেরিয়ায় বিক্ষোভে গুলি, ২০ জনের মৃত্যু অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়ালে স্বেচ্ছাসেবীর মৃত্যু লিবিয়ার উপকূলে নৌকা ডুবিতে ১৫ জনের মৃত্যু এক সপ্তাহের ব্যবধানে ইউরোপে মৃত্যু বেড়েছে ৪০ শতাংশ রাশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, ১১ জনের মৃত্যু করোনায় মৃত্যু ১৭ লাখ ছুঁই ছুঁই যুক্তরাষ্ট্রে করোনায় প্রতি হাজারে একজনের মৃত্যু যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সংখ্যক হত্যাকারীর মৃত্যু নিউ ইয়ারের উৎসবে ১১ জনের মৃত্যু ভারতে হাসপাতালে আগুন, ১০ নবজাতকের মৃত্যু SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: অভিবাসনপ্রত্যাশীরমৃত্যুলিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৭৪