বগি লাইনচ্যুত, ঢাকা-নারায়ণগঞ্জ রেলরুটে ট্রেন চলাচল বন্ধ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০ নিউজ ডেস্ক :নারায়ণগঞ্জে ঢাকা থেকে আসা যাত্রীবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোন যাত্রী হতাহত হননি। বৃহস্পতিবার বেলা এগারোটা চল্লিশ মিনিটে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি দুপুর দেড়টায় নারায়ণগঞ্জের দুই নম্বর রেলক্রসিং অতিক্রম করার পর এই দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনার পর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেনলাইন সচল করতে ঢাকা থেকে রেলওয়ের একটি উদ্ধারকারী দল নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। নারায়ণগঞ্জ রেলস্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, করোনা সংক্রমণের কারণে সরকারের নির্দেশে দীর্ঘ প্রায় ছয় মাস ট্রেন চলাচল বন্ধ থাকায় রেললাইন ও ট্রেনের বগিগুলোতে ত্রুটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। দুর্ঘটনায় কেউ হতাহত হননি জানিয়ে স্টেশন মাস্টার বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। বগিগুলো দ্রুত সচল করার জন্য ইতিমধ্যে রেলওয়ের উদ্ধারকারী দল ঢাকা থেকে রওনা হয়েছেন। সন্ধ্যা নাগাদ এই সমস্যা সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। Share this:FacebookX Related posts: ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ সাত ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক গৌরীপুর ট্রেনের পর এবার সারবাহী ওয়াগন লাইনচ্যুত নিহত বেড়ে ২, ট্রেন চলাচল স্বাভাবিক ৭ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেটে ট্রেন চলাচল শুরু নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান, আটক ৫ ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত ট্রেন চলাচল বন্ধ বাল্য বিবাহ বন্ধে ওসির বিশেষ ক্লাস টানা বর্ষণে নারায়ণগঞ্জ শহর পানিতে তলিয়ে, জনজীবন বিপর্যস্ত কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ১২ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু করোনায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে, কম ময়মনসিংহে ২৪ ঘণ্টায় সুস্থ করোনা রোগীর ৫১ শতাশের বেশি ঢাকা বিভাগে SHARES Matched Content সারা বাংলা বিষয়: চলাচলট্রেনঢাকানারায়ণগঞ্জবগিবন্ধ!রেলরুটেলাইনচ্যুত