আ.লীগ দেশ পরিচালনায় ব্যর্থ : ফখরুল

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

নিউজ ডেস্ক :ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশ পরিচালনায় সবক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব বলেন।

তিনি বলেন, আওয়ামী সরকার মানুষের ভোটের এবং গণতান্ত্রিক অধিকারকে ধ্বংসের মাধ্যমে দেশটাকে কারাগারে পরিণত করেছে। বিরামহীনভাবে বিএনপিসহ বিরোধী নেতা-কর্মীদেরকে গ্রেফতার করছে। কাল্পনিক কাহিনি বানিয়ে মামলা দায়ের করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে।

ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় জাতীয়তাবাদী ছাত্রদল-সোনাগাজী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনকে অসত্য মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে সরকার।

সরকারের সকল অপকর্ম ও দু:শাসন রুখে দিতে জনগণ এখন আরও বেশি ঐক্যবদ্ধ। বিএনপি মহাসচিব অবিলম্বে জসিম উদ্দিনের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।