ফখরুলের কাছে ভোট চাইলেন আতিক

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

স্টাফ রিপোর্টার : ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট গ্রহণের বাকি আর ক’দিন। পুরোদমে চলছে প্রার্থীদের প্রচারণা। এই প্রচারণায় আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে হঠাৎ দেখা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী মো. আতিকুল ইসলামের।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে তাদের দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়। তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে নৌর্কায় ভোট চান আতিকুল ইসলাম।

ফখরুলকে আতিকুল বলেন, ‘আপনি তো উত্তরার ৪ নং সেক্টরের বাসিন্দা। আপনার ভোট চাই।’

জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমি তো ঢাকায় ভোটার না।’

মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির ভাইসচেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। সবার কাছেই ভোট চান আতিকুল।

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে মেয়র ও কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তরে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। অন্যদিকে ঢাকা দক্ষিণে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন অবিভক্ত ঢাকা সিটির শেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন।

ইতোমধ্যে বিএনপির দুই মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বিএনপি-আওয়ামী লীগ নেতারা একে অন্যের ওপর দায় চাপাচ্ছেন।